বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

নৌকায় ভোট না দিলে গ্রামছাড়া করার হুমকি দিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দিলু পাটোয়ারী। গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী এক সভায় এমন বক্তব্য দেন তিনি। এরই মধ্যে এসংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
ওই রাতে ইউনিয়নের উত্তর চাঁদপুরে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় তিনি এই বক্তব্য দেন।
৩ মিনিট ৫ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই বক্তব্যে তিনি বলেন, ‘নৌকার বাইরে যাঁরা ভোট দিতে চান, তাঁদের কেন্দ্রে যাওয়ার দরকার নেই। বাড়িতে ঘুমান, ভালো থাকবেন। ভোট দিতে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ইতিহাসের সাক্ষী হয়েন না।’
জানা যায়, ১ নম্বর জহুরপুর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন ওই ইউনিয়নের যুবলীগ সভাপতি আসাদুজ্জামান মিন্টু। তাঁকে চ্যালেঞ্জ করে মোটরসাইকেল প্রতীকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বদর উদ্দীন মোল্যা। এ ছাড়া ঘোড়া প্রতীক নিয়ে মাঠে আছেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন।
এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দিলু পাটোয়ারী বলেন, ‘নির্বাচন নিয়ে খেলতে আইসেন না, এমন খেলা খেলে দিবানে যে বাড়ি ঘুমাতে পারবেন না। বাড়ি যদি ঘুমাতে চান, ২৮ তারিখ ভোট দিতে যাওয়ার চেষ্টা করবেন না। ২৭ তারিখ ব্যাপক ভাঙচুর হবে। ২৮ তারিখের পর ২৯ তারিখও ভাঙচুর হবে।’
নেতাকর্মীদের উদ্দেশে দিলু পাটোয়ারী বলেন, ‘আপনারা ভয় পাবেন না। আপনারা কিসের ভয় পান? ওদের কাছে কী আছে? আপনাদের কাছে যা আছে, যদি ওরা দেখে, তাহলে ওদের কলিজা শুকিয়ে যাবে। যারা নৌকার বাইরে ভোট দিতে যেতে চায়, তাদের নিষেধ করবেন। তার পরও যারা যেতে চায়, তাদের তালিকা করবেন।’
এ বিষয়ে কথা হলে দিলু পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বক্তব্য এডিট করা হয়েছে। এসব কথা বলিনি। একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তা ছাড়া আমি জামায়াত-বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেছি। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’
স্বতন্ত্র প্রার্থী বদর উদ্দীন মোল্যা বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাঁদের জনপ্রিয়তা কমেছে। নির্বাচনে পরাজয়ের ভয়ে স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ মানুষদের এভাবে ভয়ভীতি দেখাচ্ছে। মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, দিলু পাটেয়ারী দলের কেউ নয়। যে বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তাঁর নিজস্ব বক্তব্য। সেটা দলের নয়। গত উপজেলা নির্বাচনে দিলু পাটোয়ারী বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং তাঁর ব্যাপারে কোনো দায়ভার দল নেবে না। তাঁর এই বক্তব্যে কেউ যদি আইনি ব্যবস্থাও নিয়ে থাকে, সে ব্যাপারেও দলের কোনো ভূমিকা থাকবে না। যেহেতু ভোট একটি গণতান্ত্রিক ব্যাপার, সুতরাং সবাই নির্বাচনে দাঁড়াতে পারবেন এবং সব মানুষেরই ভোটের অধিকার আছে। আওয়ামী লীগ এমন রাজনীতিতে বিশ্বাসী।

নৌকায় ভোট না দিলে গ্রামছাড়া করার হুমকি দিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দিলু পাটোয়ারী। গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী এক সভায় এমন বক্তব্য দেন তিনি। এরই মধ্যে এসংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
ওই রাতে ইউনিয়নের উত্তর চাঁদপুরে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় তিনি এই বক্তব্য দেন।
৩ মিনিট ৫ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই বক্তব্যে তিনি বলেন, ‘নৌকার বাইরে যাঁরা ভোট দিতে চান, তাঁদের কেন্দ্রে যাওয়ার দরকার নেই। বাড়িতে ঘুমান, ভালো থাকবেন। ভোট দিতে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ইতিহাসের সাক্ষী হয়েন না।’
জানা যায়, ১ নম্বর জহুরপুর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন ওই ইউনিয়নের যুবলীগ সভাপতি আসাদুজ্জামান মিন্টু। তাঁকে চ্যালেঞ্জ করে মোটরসাইকেল প্রতীকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বদর উদ্দীন মোল্যা। এ ছাড়া ঘোড়া প্রতীক নিয়ে মাঠে আছেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন।
এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দিলু পাটোয়ারী বলেন, ‘নির্বাচন নিয়ে খেলতে আইসেন না, এমন খেলা খেলে দিবানে যে বাড়ি ঘুমাতে পারবেন না। বাড়ি যদি ঘুমাতে চান, ২৮ তারিখ ভোট দিতে যাওয়ার চেষ্টা করবেন না। ২৭ তারিখ ব্যাপক ভাঙচুর হবে। ২৮ তারিখের পর ২৯ তারিখও ভাঙচুর হবে।’
নেতাকর্মীদের উদ্দেশে দিলু পাটোয়ারী বলেন, ‘আপনারা ভয় পাবেন না। আপনারা কিসের ভয় পান? ওদের কাছে কী আছে? আপনাদের কাছে যা আছে, যদি ওরা দেখে, তাহলে ওদের কলিজা শুকিয়ে যাবে। যারা নৌকার বাইরে ভোট দিতে যেতে চায়, তাদের নিষেধ করবেন। তার পরও যারা যেতে চায়, তাদের তালিকা করবেন।’
এ বিষয়ে কথা হলে দিলু পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বক্তব্য এডিট করা হয়েছে। এসব কথা বলিনি। একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তা ছাড়া আমি জামায়াত-বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেছি। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’
স্বতন্ত্র প্রার্থী বদর উদ্দীন মোল্যা বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাঁদের জনপ্রিয়তা কমেছে। নির্বাচনে পরাজয়ের ভয়ে স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ মানুষদের এভাবে ভয়ভীতি দেখাচ্ছে। মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, দিলু পাটেয়ারী দলের কেউ নয়। যে বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তাঁর নিজস্ব বক্তব্য। সেটা দলের নয়। গত উপজেলা নির্বাচনে দিলু পাটোয়ারী বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং তাঁর ব্যাপারে কোনো দায়ভার দল নেবে না। তাঁর এই বক্তব্যে কেউ যদি আইনি ব্যবস্থাও নিয়ে থাকে, সে ব্যাপারেও দলের কোনো ভূমিকা থাকবে না। যেহেতু ভোট একটি গণতান্ত্রিক ব্যাপার, সুতরাং সবাই নির্বাচনে দাঁড়াতে পারবেন এবং সব মানুষেরই ভোটের অধিকার আছে। আওয়ামী লীগ এমন রাজনীতিতে বিশ্বাসী।

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
৩১ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে