চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পুরোনো বাজার ও রুদ্রনগর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দর্শনার রুদ্রনগর এলাকায় মেসার্স সোহাগ স্টোর নামের একটি প্রতিষ্ঠানে তদারককালে মেয়াদোত্তীর্ণ পণ্য (পোলট্রি ফিড, কীটনাশক ও খাদ্যপণ্য) বিক্রি ও প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধ প্রমাণিত হয়। প্রতিষ্ঠানটির মালিক সোহাগ রানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মেসার্স লিমা স্টোরের মালিক জাহাঙ্গীর হোসেনকে প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে, দর্শনা পুরোনো বাজার এলাকায় মেসার্স মীম পোলট্রি কর্নার নামক ডিলার প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। এ সময় প্রতিষ্ঠানে মুরগি ও প্রাণীর মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভিনেগার প্রদর্শন ও বিক্রি করার অপরাধে মালিক মেহেদী হাসানকে ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল দর্শনা থানার পুলিশের একটি দল।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জনসাধারণকে সচেতন ও লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পুরোনো বাজার ও রুদ্রনগর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দর্শনার রুদ্রনগর এলাকায় মেসার্স সোহাগ স্টোর নামের একটি প্রতিষ্ঠানে তদারককালে মেয়াদোত্তীর্ণ পণ্য (পোলট্রি ফিড, কীটনাশক ও খাদ্যপণ্য) বিক্রি ও প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধ প্রমাণিত হয়। প্রতিষ্ঠানটির মালিক সোহাগ রানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মেসার্স লিমা স্টোরের মালিক জাহাঙ্গীর হোসেনকে প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে, দর্শনা পুরোনো বাজার এলাকায় মেসার্স মীম পোলট্রি কর্নার নামক ডিলার প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। এ সময় প্রতিষ্ঠানে মুরগি ও প্রাণীর মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভিনেগার প্রদর্শন ও বিক্রি করার অপরাধে মালিক মেহেদী হাসানকে ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল দর্শনা থানার পুলিশের একটি দল।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জনসাধারণকে সচেতন ও লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়।
২ ঘণ্টা আগে