চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খাদিজা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় একটি ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আলম হোসেনকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
নিহত খাদিজা খাতুন হারদি ইউনিয়নের কৃষি ক্লাব পাড়ার ভিকু মিয়ার মেয়ে এবং তাঁর স্বামী আলম হোসেন একই উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের আব্দুল আজিজের ছেলে।
যে বাড়িতে লাশ পাওয়া গেছে, ওই বাড়ির মালিক মানোয়ার হোসেন বলেন, ‘খাদিজা স্বামীর সঙ্গে পৌর এলাকার কলেজপাড়ায় আমার এই বাড়িতে গত তিন মাস ধরে ভাড়ায় বসবাস করছিলেন। প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগে থাকত। আজ ভোরে আলম আমাদের জানান, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন।’
নিহতের মা আশুরা বেগম বলেন, ‘আমার মেয়ে দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল। এক বছর আগে আলমের সঙ্গে বিয়ে হয় খাদিজার। বিয়ের পর থেকে ছোটখাটো বিষয়ে মেয়েকে মারধর করত স্বামী আলম ও তার পরিবারের সদস্যরা। আজ রাতে তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে তারা। আমি বিচার চাই।’
আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া বলেন, সকালে খবর পেয়ে নিহতের মরদেহ ঘরের মেঝে থেকে উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। নিহতের স্বামী নিজেই ঝুলন্ত মরদেহ নিচে নামিয়েছেন বলে জানিয়েছেন। নিহতের পরিবারের দাবি, এটা আত্মহত্যা নয়, তাঁকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খাদিজা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় একটি ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আলম হোসেনকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
নিহত খাদিজা খাতুন হারদি ইউনিয়নের কৃষি ক্লাব পাড়ার ভিকু মিয়ার মেয়ে এবং তাঁর স্বামী আলম হোসেন একই উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের আব্দুল আজিজের ছেলে।
যে বাড়িতে লাশ পাওয়া গেছে, ওই বাড়ির মালিক মানোয়ার হোসেন বলেন, ‘খাদিজা স্বামীর সঙ্গে পৌর এলাকার কলেজপাড়ায় আমার এই বাড়িতে গত তিন মাস ধরে ভাড়ায় বসবাস করছিলেন। প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগে থাকত। আজ ভোরে আলম আমাদের জানান, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন।’
নিহতের মা আশুরা বেগম বলেন, ‘আমার মেয়ে দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল। এক বছর আগে আলমের সঙ্গে বিয়ে হয় খাদিজার। বিয়ের পর থেকে ছোটখাটো বিষয়ে মেয়েকে মারধর করত স্বামী আলম ও তার পরিবারের সদস্যরা। আজ রাতে তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে তারা। আমি বিচার চাই।’
আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া বলেন, সকালে খবর পেয়ে নিহতের মরদেহ ঘরের মেঝে থেকে উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। নিহতের স্বামী নিজেই ঝুলন্ত মরদেহ নিচে নামিয়েছেন বলে জানিয়েছেন। নিহতের পরিবারের দাবি, এটা আত্মহত্যা নয়, তাঁকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
২৪ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে