কুষ্টিয়ায় ভারতীয় ভিসা সেন্টারের উদ্বোধন

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার শহরের জেলা পরিষদ চত্বরে এই ভিসা সেন্টারের উদ্বোধন করেন যৌথভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এটি বাংলাদেশে ১৬তম ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।
অনুষ্ঠানে মাহাবুব উল আলম হানিফ ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধুপ্রতিম দেশ। কুষ্টিয়াসহ আশপাশের পাঁচ জেলার মানুষ বিভিন্ন কারণে ভারতে যাতায়াত করেন। কিন্তু এই জেলায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার না থাকায় তাদের যশোর অথবা রাজশাহী যাওয়া লাগত। এখন আর এই ভোগান্তি থাকবে না।’
হানিফ আরও বলেন, ‘কুষ্টিয়ায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশ থেকে এই এলাকার মানুষের ভারতে যাওয়া-আসা বৃদ্ধি পাবে; যা দুই দেশের বন্ধুত্ব আরও গাঢ় হবে।’
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘কুষ্টিয়া হচ্ছে বাংলাদেশের মধ্যে সংস্কৃতিতে এক উর্বর ভূমি। এখানকার সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতির অনেকটাই মিল আছে। যার ফলে এই জেলায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করাটা একটি আনন্দের বিষয়।’
হাইকমিশনার আরও বলেন, ‘ভারত এবং বাংলাদেশ পরস্পরের বন্ধুত্বকে টিকিয়ে রাখতে যা যা করণীয় ভারত সরকার তা করে আসছে। তারই প্রেক্ষিতে বাংলাদেশের ১৬তম এই ভিসা সেন্টারটি কুষ্টিয়ায় উদ্বোধন করা হলো। এটির মাধ্যমে দুই দেশের মধ্যে থাকা বন্ধন আরও সুদৃঢ় করতে সহযোগিতা করবে। আস্তে আস্তে এই ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটিকে আধুনিকায়নের মাধ্যমে আরও বেশি সুযোগ-সুবিধা বাড়ানো হবে।’
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, জেলা পুলিশ সুপার খাইরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ থেকে বাংলাদেশি বৈধ পাসপোর্টধারীরা কুষ্টিয়ার ভারতীয় এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে মেডিকেল, ট্যুরিস্টসহ যেকোনো ভিসা সংগ্রহ করতে পারবেন।

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার শহরের জেলা পরিষদ চত্বরে এই ভিসা সেন্টারের উদ্বোধন করেন যৌথভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এটি বাংলাদেশে ১৬তম ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।
অনুষ্ঠানে মাহাবুব উল আলম হানিফ ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধুপ্রতিম দেশ। কুষ্টিয়াসহ আশপাশের পাঁচ জেলার মানুষ বিভিন্ন কারণে ভারতে যাতায়াত করেন। কিন্তু এই জেলায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার না থাকায় তাদের যশোর অথবা রাজশাহী যাওয়া লাগত। এখন আর এই ভোগান্তি থাকবে না।’
হানিফ আরও বলেন, ‘কুষ্টিয়ায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশ থেকে এই এলাকার মানুষের ভারতে যাওয়া-আসা বৃদ্ধি পাবে; যা দুই দেশের বন্ধুত্ব আরও গাঢ় হবে।’
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘কুষ্টিয়া হচ্ছে বাংলাদেশের মধ্যে সংস্কৃতিতে এক উর্বর ভূমি। এখানকার সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতির অনেকটাই মিল আছে। যার ফলে এই জেলায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করাটা একটি আনন্দের বিষয়।’
হাইকমিশনার আরও বলেন, ‘ভারত এবং বাংলাদেশ পরস্পরের বন্ধুত্বকে টিকিয়ে রাখতে যা যা করণীয় ভারত সরকার তা করে আসছে। তারই প্রেক্ষিতে বাংলাদেশের ১৬তম এই ভিসা সেন্টারটি কুষ্টিয়ায় উদ্বোধন করা হলো। এটির মাধ্যমে দুই দেশের মধ্যে থাকা বন্ধন আরও সুদৃঢ় করতে সহযোগিতা করবে। আস্তে আস্তে এই ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটিকে আধুনিকায়নের মাধ্যমে আরও বেশি সুযোগ-সুবিধা বাড়ানো হবে।’
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, জেলা পুলিশ সুপার খাইরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ থেকে বাংলাদেশি বৈধ পাসপোর্টধারীরা কুষ্টিয়ার ভারতীয় এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে মেডিকেল, ট্যুরিস্টসহ যেকোনো ভিসা সংগ্রহ করতে পারবেন।

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
৪০ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
২ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে