কেশবপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ

­যশোর প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৪: ৪০
Thumbnail image
কেশবপুরে সংঘর্ষে আহত কয়েকজন। ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ইউনিয়ন পরিষদে ঢুকতে পারছিলেন না। গতকাল বুধবার বিকেলে তিনি তাঁর লোকজন নিয়ে ইউনিয়ন পরিষদে গেলে কিছু ব্যক্তি বাধা দেন। তাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে আহত ব্যক্তিদের কয়েকজন হলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল্লাহ গাজী (২৫), ইউনিয়ন ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম (২০), রিয়াজুর রহমান (২৪), বিএনপি নেতা আফসার মোড়ল (৫০), ইব্রাহিম খলিল (২৪), নূর ইসলাম মোল্লা (৪৫), জালাল দফাদার (৩২), রোজিনা বেগম (৪০), আব্দুল মান্নান (৪৫) ও আব্দুল হামিদ শেখ (৫০)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় উভয় পক্ষের কিছু সদস্য যানবাহন ভাঙচুর করেছেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।

সংঘর্ষের সময় ভাঙচুর করা একটি গাড়ি। ছবি: সংগৃহীত
সংঘর্ষের সময় ভাঙচুর করা একটি গাড়ি। ছবি: সংগৃহীত

সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম মহিউদ্দিন অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান মুনজুর রহমানের লোকজন অতর্কিতে হামলা চালিয়ে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের আহত করে। তিনি আরও বলেন, হামলার সময় তাঁর ব্যক্তিগত অফিসও ভাঙচুর করা হয়।

এদিকে ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর সমর্থকদের দাবি, প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর আগে হামলা চালিয়েছিল। তাতে তাঁদের কয়েকজন আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে কাচের বোতলের টুকরা পাওয়া গেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত