সাইফুল মাসুম ও সৌগত বসু, খুলনা থেকে

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে নির্বাচনী বিধিমালা ভঙ্গের অভিযোগ উঠেছে। নির্বাচনী আচারবিধিতে রঙিন পোস্টার বা ফেস্টুন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও খুলনার রূপসা বাস টার্মিনালে নৌকার প্রার্থীর পক্ষে রেক্সিনের তৈরি দুটি রঙিন ফেস্টুন লাগানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, রূপসা বাস টার্মিনালের ওপরে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে বড় করে রঙিন বিলবোর্ড লাগানো হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘কর্মে ঘেরা উন্নয়নে ফেরা, খুলনা হবে সবার সেরা।’ আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচন-২০২৩-এ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক ভাইকে নৌকা মার্কায় ভোট দিন।
ফেস্টুনটি লাগানো হয়েছে মো. খেলাফত হাওলাদারের সৌজন্যে। তিনি কেসেসির ২২ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা ইউনিট কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। একই রকম ফেস্টুন আরেকটি লাগানো হয়েছে মো. বাদল সেপাইয়ের সৌজন্যে। তিনি ২২ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
অথচ সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজ ছবি ও প্রতীক ছাড়া অন্য কারও নাম, ছবি বা প্রতীক ছাপাতে কিংবা ব্যবহার করতে পারবেন না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতীক ব্যবহার বা প্রদর্শনের জন্য একাধিক রং ব্যবহার করতে পারবেন না।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘রঙিন পোস্টার কোথাও লাগানো হয়নি। এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, তার জন্য আমরা কাজ করছি।’
এবারের কেসিসি নির্বাচন ইতিহাসের নজিরবিহীন হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, কেসিসি নির্বাচনের মেয়র পদে এবার পাঁচজন প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন—আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাপার শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)। আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে নির্বাচনী বিধিমালা ভঙ্গের অভিযোগ উঠেছে। নির্বাচনী আচারবিধিতে রঙিন পোস্টার বা ফেস্টুন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও খুলনার রূপসা বাস টার্মিনালে নৌকার প্রার্থীর পক্ষে রেক্সিনের তৈরি দুটি রঙিন ফেস্টুন লাগানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, রূপসা বাস টার্মিনালের ওপরে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে বড় করে রঙিন বিলবোর্ড লাগানো হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘কর্মে ঘেরা উন্নয়নে ফেরা, খুলনা হবে সবার সেরা।’ আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচন-২০২৩-এ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক ভাইকে নৌকা মার্কায় ভোট দিন।
ফেস্টুনটি লাগানো হয়েছে মো. খেলাফত হাওলাদারের সৌজন্যে। তিনি কেসেসির ২২ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা ইউনিট কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। একই রকম ফেস্টুন আরেকটি লাগানো হয়েছে মো. বাদল সেপাইয়ের সৌজন্যে। তিনি ২২ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
অথচ সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজ ছবি ও প্রতীক ছাড়া অন্য কারও নাম, ছবি বা প্রতীক ছাপাতে কিংবা ব্যবহার করতে পারবেন না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতীক ব্যবহার বা প্রদর্শনের জন্য একাধিক রং ব্যবহার করতে পারবেন না।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘রঙিন পোস্টার কোথাও লাগানো হয়নি। এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, তার জন্য আমরা কাজ করছি।’
এবারের কেসিসি নির্বাচন ইতিহাসের নজিরবিহীন হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, কেসিসি নির্বাচনের মেয়র পদে এবার পাঁচজন প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন—আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাপার শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)। আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
৩৮ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে