
শেয়ালের কামড়ে আহত হয়েছেন কলেজপড়ুয়া সজীব হালদার (২২) ও চিন্ময় ঘোষ (১৯)। শেয়ালের আক্রমণ থেকে বাঁচতে দৌড়ে পালিয়েছেন তাঁরা। গতকাল শুক্রবার সন্ধ্যা রাতে ঘটনাটি ঘটেছে মহেশপুরের বজরাপুর গ্রামের বাঁওড় পাড়ে। সজীব হালদার কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চিন্ময় মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
সজীব হালদারের বাবা সাধন হালদার বলেন, ‘শুক্রবার, ঘড়িতে তখন সন্ধ্যা সাড়ে ৭টা বাজে। সজীব ফিশারি ঘাটে বসে মোবাইলে কথা বলছিল। হঠাৎ করে একটা শেয়াল এসে বাম হাতের কবজিতে কামড় দিয়ে ধরে। উপায় না পেয়ে হাতে থাকা মোবাইল ছুড়ে মারে শেয়ালের গায়ে। এতে শেয়ালটি আরও খেপে গিয়ে ডান হাতে কামড়ে ধরে। এরপর সে ভয়ে দৌড়ে বাড়িতে চলে আসে। শেয়ালের কামড়ে তার দুই হাতের বেশ কয়েক স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে।’
সাধন হালদার জানান, সজীবকে পরে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আসে।
একই সময় প্রতিবেশী অশোক ঘোষের ছেলে চিন্ময় ঘোষকেও শেয়াল কামড় দেয় বলে জানান সাধন হালদার। পরে অশোক ঘোষ ছেলেকে নিয়ে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসা দিয়ে বাড়িতে এনেছেন।
সজীব হালদার আর চিন্ময় ঘোষ দুজনই কলেজছাত্র। তাঁরা মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাব্বির হোসেন বলেন, ‘শেয়ালের কামড়ে দুই হাতেই ক্ষত হয়েছিল সজীব হালদারের। তাঁকে দেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর তাঁরা বাড়িতে চলে যান।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে