জাহিদুর রহমান, দাকোপ (খুলনা)

করোনাকালে ভালো নেই দাকোপের বানিশান্তা যৌনপল্লির কর্মীরা। লকডাউনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা। খদ্দের না আসায় নেই কোনো আয়–রোজগার। ফলে ঘরে খাবার নেই তাঁদের। কোনোমতে ধারদেনা করে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন করেছেন তাঁরা।
মোংলার অদূরে খুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত বানিশান্তা যৌনপল্লি। এখানে নারী, শিশু ও বৃদ্ধ মিলে দুই শতাধিক লোকের বাস। এর মধ্যে যৌনকর্মী রয়েছে ৯১ জন ও শিশু ৬৫ জন। করোনাকালে অর্থ ও খাদ্যের অভাবে অসহায় জীবনযাপন করছেন তাঁরা।
সরেজমিনে দেখা যায়, পল্লির চারপাশে নীরবতা। পল্লির সামনের দিকে পশুর নদী, পেছন দিকে মৎস্যঘের। চলতি লকডাউনে এখানে নেই খদ্দেরের আনাগোনা। ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা যৌনকর্মীরা অলস সময় কাটাচ্ছেন। তাঁদের চোখে–মুখে দুশ্চিন্তার ছাপ। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে শুকনো মুখগুলো। কথা হয় যৌনকর্মী সাথির সঙ্গে। তিনি বলেন, ‘এই তো লকডাউন চলছে। পল্লিতে খদ্দের আসে না। কামাই-রোজগার একদম নাই। ঘরে খাবার নাই। ঋণ করে খেয়ে না খেয়ে কোনোমতে দিন পার করছি।’
৪৫ বছর বয়সী যৌনকর্মী আনজু কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ক্ষুধার জ্বালা আমরা সহ্য করি। কিন্তু পোলাপান ক্ষুধায় কান্নাকাটি করে। ওগোর মুখের দিকে তাকাতে পারি না। কার কাছে চামু, সবারই একই অবস্থা।’
যৌনকর্মী পারভিন বলেন, ‘আমগর খবর কে রাখে। খদ্দের না থাকায় কামাই করতে পারতেছি না। আমাগো খুব কষ্ট। কেউ কেউ একবেলা আধপেট খাইয়ে ক্ষুধার জ্বালা মেটায়। আমগর কষ্ট দেখার কেউ নাই। এ পর্যন্ত সরকারি-বেসরকারি কোনো সাহায্য–সহযোগিতা পাই নাই।’
নারী জাগরণের সভাপতি যৌনকর্মী রাজিয়া বলেন, এই পল্লিতে নারী, শিশু ও বৃদ্ধ মিলে দুই শতাধিক লোকের বাস। কর্মহীন যৌনকর্মীদের ঘরে ঘরে অভাব দেখা দিয়েছে। খাদ্যের অভাবে খুবই কষ্টে দিনাতিপাত করছে তারা।

করোনাকালে ভালো নেই দাকোপের বানিশান্তা যৌনপল্লির কর্মীরা। লকডাউনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা। খদ্দের না আসায় নেই কোনো আয়–রোজগার। ফলে ঘরে খাবার নেই তাঁদের। কোনোমতে ধারদেনা করে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন করেছেন তাঁরা।
মোংলার অদূরে খুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত বানিশান্তা যৌনপল্লি। এখানে নারী, শিশু ও বৃদ্ধ মিলে দুই শতাধিক লোকের বাস। এর মধ্যে যৌনকর্মী রয়েছে ৯১ জন ও শিশু ৬৫ জন। করোনাকালে অর্থ ও খাদ্যের অভাবে অসহায় জীবনযাপন করছেন তাঁরা।
সরেজমিনে দেখা যায়, পল্লির চারপাশে নীরবতা। পল্লির সামনের দিকে পশুর নদী, পেছন দিকে মৎস্যঘের। চলতি লকডাউনে এখানে নেই খদ্দেরের আনাগোনা। ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা যৌনকর্মীরা অলস সময় কাটাচ্ছেন। তাঁদের চোখে–মুখে দুশ্চিন্তার ছাপ। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে শুকনো মুখগুলো। কথা হয় যৌনকর্মী সাথির সঙ্গে। তিনি বলেন, ‘এই তো লকডাউন চলছে। পল্লিতে খদ্দের আসে না। কামাই-রোজগার একদম নাই। ঘরে খাবার নাই। ঋণ করে খেয়ে না খেয়ে কোনোমতে দিন পার করছি।’
৪৫ বছর বয়সী যৌনকর্মী আনজু কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ক্ষুধার জ্বালা আমরা সহ্য করি। কিন্তু পোলাপান ক্ষুধায় কান্নাকাটি করে। ওগোর মুখের দিকে তাকাতে পারি না। কার কাছে চামু, সবারই একই অবস্থা।’
যৌনকর্মী পারভিন বলেন, ‘আমগর খবর কে রাখে। খদ্দের না থাকায় কামাই করতে পারতেছি না। আমাগো খুব কষ্ট। কেউ কেউ একবেলা আধপেট খাইয়ে ক্ষুধার জ্বালা মেটায়। আমগর কষ্ট দেখার কেউ নাই। এ পর্যন্ত সরকারি-বেসরকারি কোনো সাহায্য–সহযোগিতা পাই নাই।’
নারী জাগরণের সভাপতি যৌনকর্মী রাজিয়া বলেন, এই পল্লিতে নারী, শিশু ও বৃদ্ধ মিলে দুই শতাধিক লোকের বাস। কর্মহীন যৌনকর্মীদের ঘরে ঘরে অভাব দেখা দিয়েছে। খাদ্যের অভাবে খুবই কষ্টে দিনাতিপাত করছে তারা।

আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
১৬ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেট কারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেট কার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করেন।
২ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে