কুষ্টিয়া প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবউল আলম হানিফ নির্বাচনের ফল তাঁর পক্ষে নিতে নানাভাবে চক্রান্ত করছেন বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পারভেজ আনোয়ার তণু।
আজ শনিবার দুপুরে শহরের আড়ুয়াপাড়ার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ করেন পারভেজ আনোয়ার তনু।
নৌকার প্রচারণা চালাচ্ছেন—এমন শিক্ষকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ, পোলিং এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি প্রদান ও প্রশাসনের লোকদের সঙ্গে নিয়ে হানিফের গোপন বৈঠকসহ নানা অভিযোগ করেছেন কুষ্টিয়ার মেয়র পুত্র পারভেজ আনোয়ার তণু।
লিখিত বক্তব্যে তণু বলেন, ‘মাহবুবউল আলম হানিফের এমন কিছু অনুগত শিক্ষককে প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, যারা নিয়মিত নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়ার পরও তাদের নিয়োগ বাতিল করা হয়নি। স্থানীয় কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনেক সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে নন এমপিও অস্থায়ী শিক্ষক সুজন কুমার বিশ্বাস ও প্রতাপ কুমার বিশ্বাসসহ একাধিক শিক্ষক যারা নৌকার পক্ষে কাজ করেছেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসার হিসেবে।’
স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, ‘৪০ থেকে ৪৫টি ভোট কেন্দ্রের বাইরে পরিকল্পিতভাবে গোলযোগ তৈরি করে কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করছেন মাহবুবউল আলম হানিফ।’
সংবাদ সম্মেলনে তণু বলেন, ‘নৌকার প্রার্থী তাঁর পিটিআই রোডের বাসভবনে আজ (শনিবার) সকাল থেকে একাধিক সরকারি কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করেছেন। প্রশাসনের একটি অংশ ব্যবহার করে ফলাফল তাঁর (হানিফের) অনুকূলে নিতে পরিকল্পনা সাজাচ্ছেন বলেও অভিযোগ এই প্রার্থীর।
তনু আরও অভিযোগ করেন, ভোটের ঠিক একদিন আগে তাঁর পোলিং এজেন্টদের হুমকি দেওয়া শুরু হয়েছে। ঈগলের পোলিং এজেন্ট হলে নির্বাচনের আগের রাতে আইন-শৃঙ্খলা বাহিনী তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে তণু বলেন, শুক্রবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতা ও তাঁর লোকজন আমার সমর্থকদের ঘরে ঘরে যেয়ে প্রাণনাশের হুমকি দেন। তিনি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন ভোটার উপস্থিতি কমাতে মাহবুবউল আলম হানিফের লোকজন আজ শনিবার এবং আগামীকাল বিভিন্ন ধরনের নাশকতা সৃষ্টি করতে পারে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন পারভেজ আনোয়ার তনু।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবউল আলম হানিফ নির্বাচনের ফল তাঁর পক্ষে নিতে নানাভাবে চক্রান্ত করছেন বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পারভেজ আনোয়ার তণু।
আজ শনিবার দুপুরে শহরের আড়ুয়াপাড়ার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ করেন পারভেজ আনোয়ার তনু।
নৌকার প্রচারণা চালাচ্ছেন—এমন শিক্ষকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ, পোলিং এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি প্রদান ও প্রশাসনের লোকদের সঙ্গে নিয়ে হানিফের গোপন বৈঠকসহ নানা অভিযোগ করেছেন কুষ্টিয়ার মেয়র পুত্র পারভেজ আনোয়ার তণু।
লিখিত বক্তব্যে তণু বলেন, ‘মাহবুবউল আলম হানিফের এমন কিছু অনুগত শিক্ষককে প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, যারা নিয়মিত নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়ার পরও তাদের নিয়োগ বাতিল করা হয়নি। স্থানীয় কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনেক সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে নন এমপিও অস্থায়ী শিক্ষক সুজন কুমার বিশ্বাস ও প্রতাপ কুমার বিশ্বাসসহ একাধিক শিক্ষক যারা নৌকার পক্ষে কাজ করেছেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসার হিসেবে।’
স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, ‘৪০ থেকে ৪৫টি ভোট কেন্দ্রের বাইরে পরিকল্পিতভাবে গোলযোগ তৈরি করে কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করছেন মাহবুবউল আলম হানিফ।’
সংবাদ সম্মেলনে তণু বলেন, ‘নৌকার প্রার্থী তাঁর পিটিআই রোডের বাসভবনে আজ (শনিবার) সকাল থেকে একাধিক সরকারি কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করেছেন। প্রশাসনের একটি অংশ ব্যবহার করে ফলাফল তাঁর (হানিফের) অনুকূলে নিতে পরিকল্পনা সাজাচ্ছেন বলেও অভিযোগ এই প্রার্থীর।
তনু আরও অভিযোগ করেন, ভোটের ঠিক একদিন আগে তাঁর পোলিং এজেন্টদের হুমকি দেওয়া শুরু হয়েছে। ঈগলের পোলিং এজেন্ট হলে নির্বাচনের আগের রাতে আইন-শৃঙ্খলা বাহিনী তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে তণু বলেন, শুক্রবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতা ও তাঁর লোকজন আমার সমর্থকদের ঘরে ঘরে যেয়ে প্রাণনাশের হুমকি দেন। তিনি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন ভোটার উপস্থিতি কমাতে মাহবুবউল আলম হানিফের লোকজন আজ শনিবার এবং আগামীকাল বিভিন্ন ধরনের নাশকতা সৃষ্টি করতে পারে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন পারভেজ আনোয়ার তনু।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে