কুষ্টিয়া প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবউল আলম হানিফ নির্বাচনের ফল তাঁর পক্ষে নিতে নানাভাবে চক্রান্ত করছেন বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পারভেজ আনোয়ার তণু।
আজ শনিবার দুপুরে শহরের আড়ুয়াপাড়ার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ করেন পারভেজ আনোয়ার তনু।
নৌকার প্রচারণা চালাচ্ছেন—এমন শিক্ষকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ, পোলিং এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি প্রদান ও প্রশাসনের লোকদের সঙ্গে নিয়ে হানিফের গোপন বৈঠকসহ নানা অভিযোগ করেছেন কুষ্টিয়ার মেয়র পুত্র পারভেজ আনোয়ার তণু।
লিখিত বক্তব্যে তণু বলেন, ‘মাহবুবউল আলম হানিফের এমন কিছু অনুগত শিক্ষককে প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, যারা নিয়মিত নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়ার পরও তাদের নিয়োগ বাতিল করা হয়নি। স্থানীয় কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনেক সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে নন এমপিও অস্থায়ী শিক্ষক সুজন কুমার বিশ্বাস ও প্রতাপ কুমার বিশ্বাসসহ একাধিক শিক্ষক যারা নৌকার পক্ষে কাজ করেছেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসার হিসেবে।’
স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, ‘৪০ থেকে ৪৫টি ভোট কেন্দ্রের বাইরে পরিকল্পিতভাবে গোলযোগ তৈরি করে কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করছেন মাহবুবউল আলম হানিফ।’
সংবাদ সম্মেলনে তণু বলেন, ‘নৌকার প্রার্থী তাঁর পিটিআই রোডের বাসভবনে আজ (শনিবার) সকাল থেকে একাধিক সরকারি কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করেছেন। প্রশাসনের একটি অংশ ব্যবহার করে ফলাফল তাঁর (হানিফের) অনুকূলে নিতে পরিকল্পনা সাজাচ্ছেন বলেও অভিযোগ এই প্রার্থীর।
তনু আরও অভিযোগ করেন, ভোটের ঠিক একদিন আগে তাঁর পোলিং এজেন্টদের হুমকি দেওয়া শুরু হয়েছে। ঈগলের পোলিং এজেন্ট হলে নির্বাচনের আগের রাতে আইন-শৃঙ্খলা বাহিনী তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে তণু বলেন, শুক্রবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতা ও তাঁর লোকজন আমার সমর্থকদের ঘরে ঘরে যেয়ে প্রাণনাশের হুমকি দেন। তিনি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন ভোটার উপস্থিতি কমাতে মাহবুবউল আলম হানিফের লোকজন আজ শনিবার এবং আগামীকাল বিভিন্ন ধরনের নাশকতা সৃষ্টি করতে পারে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন পারভেজ আনোয়ার তনু।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবউল আলম হানিফ নির্বাচনের ফল তাঁর পক্ষে নিতে নানাভাবে চক্রান্ত করছেন বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পারভেজ আনোয়ার তণু।
আজ শনিবার দুপুরে শহরের আড়ুয়াপাড়ার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ করেন পারভেজ আনোয়ার তনু।
নৌকার প্রচারণা চালাচ্ছেন—এমন শিক্ষকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ, পোলিং এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি প্রদান ও প্রশাসনের লোকদের সঙ্গে নিয়ে হানিফের গোপন বৈঠকসহ নানা অভিযোগ করেছেন কুষ্টিয়ার মেয়র পুত্র পারভেজ আনোয়ার তণু।
লিখিত বক্তব্যে তণু বলেন, ‘মাহবুবউল আলম হানিফের এমন কিছু অনুগত শিক্ষককে প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, যারা নিয়মিত নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়ার পরও তাদের নিয়োগ বাতিল করা হয়নি। স্থানীয় কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনেক সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে নন এমপিও অস্থায়ী শিক্ষক সুজন কুমার বিশ্বাস ও প্রতাপ কুমার বিশ্বাসসহ একাধিক শিক্ষক যারা নৌকার পক্ষে কাজ করেছেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসার হিসেবে।’
স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, ‘৪০ থেকে ৪৫টি ভোট কেন্দ্রের বাইরে পরিকল্পিতভাবে গোলযোগ তৈরি করে কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করছেন মাহবুবউল আলম হানিফ।’
সংবাদ সম্মেলনে তণু বলেন, ‘নৌকার প্রার্থী তাঁর পিটিআই রোডের বাসভবনে আজ (শনিবার) সকাল থেকে একাধিক সরকারি কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করেছেন। প্রশাসনের একটি অংশ ব্যবহার করে ফলাফল তাঁর (হানিফের) অনুকূলে নিতে পরিকল্পনা সাজাচ্ছেন বলেও অভিযোগ এই প্রার্থীর।
তনু আরও অভিযোগ করেন, ভোটের ঠিক একদিন আগে তাঁর পোলিং এজেন্টদের হুমকি দেওয়া শুরু হয়েছে। ঈগলের পোলিং এজেন্ট হলে নির্বাচনের আগের রাতে আইন-শৃঙ্খলা বাহিনী তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে তণু বলেন, শুক্রবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতা ও তাঁর লোকজন আমার সমর্থকদের ঘরে ঘরে যেয়ে প্রাণনাশের হুমকি দেন। তিনি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন ভোটার উপস্থিতি কমাতে মাহবুবউল আলম হানিফের লোকজন আজ শনিবার এবং আগামীকাল বিভিন্ন ধরনের নাশকতা সৃষ্টি করতে পারে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন পারভেজ আনোয়ার তনু।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৭ ঘণ্টা আগে