
বাগেরহাটের মোংলা বন্দরে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে এসে পৌঁছেছে দুটি জাহাজ। আজ রোববার বিকেলে ‘এমভি আনকা সান’ ও ‘এমভি স্পোডিল্লা’ নামে জাহাজ দুটি বন্দরের ৭ ও ৮ নম্বর জেটিতে নোঙর করে।
বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘রূপপুরে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজের যন্ত্রাংশ নিয়ে বন্দরে দুটি বিদেশি জাহাজ ভিড়েছে। বিকেল থেকে জাহাজ থেকে বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজের পণ্য খালাস শুরু করা হয়েছে।’
রাশিয়া থেকে আসা ভানুয়াতুর পতাকাবাহী ‘এমভি আনকা সান’ জাহাজের বাংলাদেশের শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইনসের ব্যবস্থাপক সাধন কুমার চক্রবর্তী বলেন, ‘এ জাহাজে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ১৯৭৯ প্যাকেজের ১ হাজার ৪০০ দশমিক ৪২ টন মেশিনারিজের পণ্য এসেছে। বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করার পর সেগুলো দুদিনের মধ্যে খালাস করে সড়ক পথে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।’
অপর জাহাজ লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমভি স্পোডিল্লা’ এসেছে ৪৩৬ প্যাকেজের ৫১৮ দশমিক ৪২১ টন মেশিনারিজ পণ্য নিয়ে। জাহাজের শিপিং এজেন্ট ইন্টারপোর্টের পরিচালক ক্যাপ্টেন শাহীন ইকবাল বলেন, ‘বন্দরের ৮ নম্বর জেটিতে বেলা ৩টার দিকে জাহাজটি নোঙর করে। এরপর জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়। এ জাহাজ থেকেও দুই দিনের মধ্যে মেশিনারি পণ্য খালাস শেষে সড়ক পথে রূপপুরে পৌঁছে দেওয়া হবে।’
মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমোডর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার আজকের পত্রিকাকে বলেন, ‘সক্ষমতার দিক দিয়ে এই বন্দর এখন অনেক আধুনিক। দক্ষ জনবল দিয়ে আমদানি হওয়া দেশের বড় বড় সব মেগা প্রকল্পের পণ্য এ বন্দর দিয়ে খালাস হচ্ছে। আধুনিক সুযোগ–সুবিধার ফলে বিদেশিরাও এই বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৬ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৬ মিনিট আগে