বেনাপোল প্রতিনিধি

দুর্গাপূজা উপভোগ এবং স্বজনদের সঙ্গে দেখা করতে বেনাপোল বন্দর দিয়ে ভারতে যাতায়াতে বেড়েছে যাত্রীর চাপ। এতে দুই পাড়ের নানা অব্যবস্থাপনায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে আনন্দযাত্রায় বেড়েছে ভোগান্তি। ভারতীয় ইমিগ্রেশনে জনবলের সংকট, বেনাপোল বন্দরে যাত্রীছাউনি না থাকায় যাত্রীর চাপে দুর্ভোগ বাড়লেও সেদিকে কর্তৃপক্ষের নজর নেই বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই পূজায় দৃষ্টিনন্দন নানা আয়োজনের মধ্য দিয়ে ভারতে পূজা অনুষ্ঠিত হয়। ভারত-বাংলাদেশ বিভক্ত হলেও ওপারের সঙ্গে এ দেশের মানুষের আত্মীয় ও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ফলে প্রতিবছর প্রচুর মানুষ স্বজনদের সঙ্গে দেখা করতে ও পূজা দেখতে ভারতে যায়। করোনাভাইরাসের কারণে গত দুই বছর ভিসা জটিলতায় মানুষ ভারতে যেতে পারেনি। বর্তমানে করোনার সংক্রমণ কমে আসায় ভিসা সহজীকরণে যাতায়াত বেড়েছে।
স্বাভাবিক সময়ে প্রতিদিন ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার যাত্রী যাতায়াত করলেও এখন তা দ্বিগুণ। তবে ভারতের পেট্রাপোল ও বেনাপোল বন্দরে কাঙ্ক্ষিত অবকাঠামো গড়ে না ওঠায় দুর্ভোগ কমেনি। প্রতিবছর বেনাপোল বন্দর হয়ে ভারতে ১৬ থেকে ১৭ লাখ পাসপোর্টধারী যাত্রী যায়, যা থেকে সরকারের ভ্রমণ খাতে রাজস্ব আসে প্রায় ১০০ কোটি টাকা। একই সঙ্গে ভিসা ফি বাবদ ভারত সরকারের আয় হয় প্রায় ১৫০ কোটি টাকা।
এ বিষয়ে যাত্রী বলবীর বলেন, ‘বন্দরে ট্যাক্স দিতে চার ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়। এটি অনলাইনে পরিশোধ করার ব্যবস্থা করলে এত ভোগান্তি হতো না।’
যাত্রী দীপ বিশ্বাস জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যাত্রীদের কখনো প্রখর রোদ, কখনো বৃষ্টিতে ভিজতে হয়। তাই বন্দরে যাত্রীসেবা বাড়ানোর দাবি জানান তিনি।
পাসপোর্টধারী যাত্রী রাকেশ বলেন, ‘গত দুই বছর করোনাভাইরাসের কারণে ভারতে যেতে পারিনি। এবার ভিসা সহজ হওয়ায় পূজা উপভোগ ও স্বজনদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তবে বন্দরে নানা অব্যবস্থাপনায় দুর্ভোগ বেড়েছে।’
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জাহিদ হোসেন জানান, কেবল করোনা টিকার দুই ডোজ গ্রহণের সনদ থাকলে পাসপোর্টধারীদের ভারত ভ্রমণ করতে দেওয়া হচ্ছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, ‘দুর্গাপূজার কারণে বন্দরে যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রীদের তদারকিতে কাজ করছে কাস্টমস, বন্দর ও ইমিগ্রেশন পুলিশ। যাত্রীসেবা বাড়াতে বন্দরে ছাত্রীছাউনিসহ নানা অবকাঠামো উন্নয়নকাজ খুব তাড়াতাড়ি শুরু করা হবে।’

দুর্গাপূজা উপভোগ এবং স্বজনদের সঙ্গে দেখা করতে বেনাপোল বন্দর দিয়ে ভারতে যাতায়াতে বেড়েছে যাত্রীর চাপ। এতে দুই পাড়ের নানা অব্যবস্থাপনায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে আনন্দযাত্রায় বেড়েছে ভোগান্তি। ভারতীয় ইমিগ্রেশনে জনবলের সংকট, বেনাপোল বন্দরে যাত্রীছাউনি না থাকায় যাত্রীর চাপে দুর্ভোগ বাড়লেও সেদিকে কর্তৃপক্ষের নজর নেই বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই পূজায় দৃষ্টিনন্দন নানা আয়োজনের মধ্য দিয়ে ভারতে পূজা অনুষ্ঠিত হয়। ভারত-বাংলাদেশ বিভক্ত হলেও ওপারের সঙ্গে এ দেশের মানুষের আত্মীয় ও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ফলে প্রতিবছর প্রচুর মানুষ স্বজনদের সঙ্গে দেখা করতে ও পূজা দেখতে ভারতে যায়। করোনাভাইরাসের কারণে গত দুই বছর ভিসা জটিলতায় মানুষ ভারতে যেতে পারেনি। বর্তমানে করোনার সংক্রমণ কমে আসায় ভিসা সহজীকরণে যাতায়াত বেড়েছে।
স্বাভাবিক সময়ে প্রতিদিন ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার যাত্রী যাতায়াত করলেও এখন তা দ্বিগুণ। তবে ভারতের পেট্রাপোল ও বেনাপোল বন্দরে কাঙ্ক্ষিত অবকাঠামো গড়ে না ওঠায় দুর্ভোগ কমেনি। প্রতিবছর বেনাপোল বন্দর হয়ে ভারতে ১৬ থেকে ১৭ লাখ পাসপোর্টধারী যাত্রী যায়, যা থেকে সরকারের ভ্রমণ খাতে রাজস্ব আসে প্রায় ১০০ কোটি টাকা। একই সঙ্গে ভিসা ফি বাবদ ভারত সরকারের আয় হয় প্রায় ১৫০ কোটি টাকা।
এ বিষয়ে যাত্রী বলবীর বলেন, ‘বন্দরে ট্যাক্স দিতে চার ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়। এটি অনলাইনে পরিশোধ করার ব্যবস্থা করলে এত ভোগান্তি হতো না।’
যাত্রী দীপ বিশ্বাস জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যাত্রীদের কখনো প্রখর রোদ, কখনো বৃষ্টিতে ভিজতে হয়। তাই বন্দরে যাত্রীসেবা বাড়ানোর দাবি জানান তিনি।
পাসপোর্টধারী যাত্রী রাকেশ বলেন, ‘গত দুই বছর করোনাভাইরাসের কারণে ভারতে যেতে পারিনি। এবার ভিসা সহজ হওয়ায় পূজা উপভোগ ও স্বজনদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তবে বন্দরে নানা অব্যবস্থাপনায় দুর্ভোগ বেড়েছে।’
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জাহিদ হোসেন জানান, কেবল করোনা টিকার দুই ডোজ গ্রহণের সনদ থাকলে পাসপোর্টধারীদের ভারত ভ্রমণ করতে দেওয়া হচ্ছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, ‘দুর্গাপূজার কারণে বন্দরে যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রীদের তদারকিতে কাজ করছে কাস্টমস, বন্দর ও ইমিগ্রেশন পুলিশ। যাত্রীসেবা বাড়াতে বন্দরে ছাত্রীছাউনিসহ নানা অবকাঠামো উন্নয়নকাজ খুব তাড়াতাড়ি শুরু করা হবে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৪ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে