
দেশে অবস্থান না করেও নাশকতার মামলায় আসামি হয়েছেন প্রবাসী এক বিএনপি নেতা। গত ২৮ মে শ্যামনগর থানায় পুলিশের করা মামলায় (৫৮ নম্বর) মনিরুজ্জামান নামের ওই ব্যক্তিকে ১১ নম্বর আসামি করা হয়েছে।
ওই মামলার ২৪ আসামিকে ১ জুন ছয় সপ্তাহের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের বেঞ্চ তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন মাসুদুল আলম দোহা।
পুলিশের মামলা সূত্রে জানা যায়, গত ২৮ মে রাতে শ্যামনগর উপজেলা সদরের কাঁচড়াহাটি নন্দীগ্রাম এলাকায় নাশকতার প্রস্তুতিকালে মাসুদ, মতিন ও আব্দুর রশিদ নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। সে ঘটনায় পুলিশের পক্ষ থেকে শ্যামনগর থানায় করা মামলায় বিএনপি ও জামায়াতের ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে লাল স্কচটেপে মোড়ানো ককটেল, কাচের টুকরাসহ পেট্রলভর্তি কাচের বোতল উদ্ধার করা হয়। পরের দিন গ্রেপ্তারকৃত তিন আসামিকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশের মামলায় ১১ নম্বর আসামি এম মনিরুজ্জামানের সঙ্গে এ প্রতিনিধির হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। মনিরুজ্জামান দাবি করেন, তিনি ২২ মে বোর্ডিং পাস ব্যবহার করে ঢাকা থেকে দুবাই হয়ে লন্ডনে পৌঁছান। এরপরও তাঁকে এমন একটি মামলায় জড়ানোর ঘটনায় তিনি বিস্মিত। তিনি বোর্ডিং পাসের ছবিও পাঠিয়েছেন।
মনিরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক। মাঝেমধ্যে এলাকায় আসেন।
এ ব্যাপারে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল বলেন, ‘ঘটনাস্থল থেকে গ্রেপ্তারকৃতদের তথ্যমতে আসামিভুক্ত করা হয়েছিল। সুষ্ঠু তদন্তে যাদের সম্পৃক্ততা মিলবে না, চার্জশিটে তাঁদের বাদ দেওয়া হবে।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে