শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

দেশে অবস্থান না করেও নাশকতার মামলায় আসামি হয়েছেন প্রবাসী এক বিএনপি নেতা। গত ২৮ মে শ্যামনগর থানায় পুলিশের করা মামলায় (৫৮ নম্বর) মনিরুজ্জামান নামের ওই ব্যক্তিকে ১১ নম্বর আসামি করা হয়েছে।
ওই মামলার ২৪ আসামিকে ১ জুন ছয় সপ্তাহের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের বেঞ্চ তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন মাসুদুল আলম দোহা।
পুলিশের মামলা সূত্রে জানা যায়, গত ২৮ মে রাতে শ্যামনগর উপজেলা সদরের কাঁচড়াহাটি নন্দীগ্রাম এলাকায় নাশকতার প্রস্তুতিকালে মাসুদ, মতিন ও আব্দুর রশিদ নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। সে ঘটনায় পুলিশের পক্ষ থেকে শ্যামনগর থানায় করা মামলায় বিএনপি ও জামায়াতের ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে লাল স্কচটেপে মোড়ানো ককটেল, কাচের টুকরাসহ পেট্রলভর্তি কাচের বোতল উদ্ধার করা হয়। পরের দিন গ্রেপ্তারকৃত তিন আসামিকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশের মামলায় ১১ নম্বর আসামি এম মনিরুজ্জামানের সঙ্গে এ প্রতিনিধির হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। মনিরুজ্জামান দাবি করেন, তিনি ২২ মে বোর্ডিং পাস ব্যবহার করে ঢাকা থেকে দুবাই হয়ে লন্ডনে পৌঁছান। এরপরও তাঁকে এমন একটি মামলায় জড়ানোর ঘটনায় তিনি বিস্মিত। তিনি বোর্ডিং পাসের ছবিও পাঠিয়েছেন।
মনিরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক। মাঝেমধ্যে এলাকায় আসেন।
এ ব্যাপারে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল বলেন, ‘ঘটনাস্থল থেকে গ্রেপ্তারকৃতদের তথ্যমতে আসামিভুক্ত করা হয়েছিল। সুষ্ঠু তদন্তে যাদের সম্পৃক্ততা মিলবে না, চার্জশিটে তাঁদের বাদ দেওয়া হবে।’

দেশে অবস্থান না করেও নাশকতার মামলায় আসামি হয়েছেন প্রবাসী এক বিএনপি নেতা। গত ২৮ মে শ্যামনগর থানায় পুলিশের করা মামলায় (৫৮ নম্বর) মনিরুজ্জামান নামের ওই ব্যক্তিকে ১১ নম্বর আসামি করা হয়েছে।
ওই মামলার ২৪ আসামিকে ১ জুন ছয় সপ্তাহের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের বেঞ্চ তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন মাসুদুল আলম দোহা।
পুলিশের মামলা সূত্রে জানা যায়, গত ২৮ মে রাতে শ্যামনগর উপজেলা সদরের কাঁচড়াহাটি নন্দীগ্রাম এলাকায় নাশকতার প্রস্তুতিকালে মাসুদ, মতিন ও আব্দুর রশিদ নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। সে ঘটনায় পুলিশের পক্ষ থেকে শ্যামনগর থানায় করা মামলায় বিএনপি ও জামায়াতের ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে লাল স্কচটেপে মোড়ানো ককটেল, কাচের টুকরাসহ পেট্রলভর্তি কাচের বোতল উদ্ধার করা হয়। পরের দিন গ্রেপ্তারকৃত তিন আসামিকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশের মামলায় ১১ নম্বর আসামি এম মনিরুজ্জামানের সঙ্গে এ প্রতিনিধির হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। মনিরুজ্জামান দাবি করেন, তিনি ২২ মে বোর্ডিং পাস ব্যবহার করে ঢাকা থেকে দুবাই হয়ে লন্ডনে পৌঁছান। এরপরও তাঁকে এমন একটি মামলায় জড়ানোর ঘটনায় তিনি বিস্মিত। তিনি বোর্ডিং পাসের ছবিও পাঠিয়েছেন।
মনিরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক। মাঝেমধ্যে এলাকায় আসেন।
এ ব্যাপারে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল বলেন, ‘ঘটনাস্থল থেকে গ্রেপ্তারকৃতদের তথ্যমতে আসামিভুক্ত করা হয়েছিল। সুষ্ঠু তদন্তে যাদের সম্পৃক্ততা মিলবে না, চার্জশিটে তাঁদের বাদ দেওয়া হবে।’

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
১২ মিনিট আগে
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
৩৬ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে