সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুল কাদের (৪৮)।
গতকাল দিনগত রাত সাড়ে তিনটার দাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আব্দুল কাদের উপজেলার টেংরাখালী গ্রামের শেখ আব্দুস সাকাতের ছেলে।
এর আগে সংঘর্ষে আহত আবুল গাজীর ছেলে আমির আলী (২৮) গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আধিপত্য বিস্তার নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় রমজাননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান সদস্য আব্দুল হামিদ লাল্টুর সমর্থকদের সঙ্গে সাবেক সদস্য আব্দুল বারীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রমজাননগর ইউপি নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে বর্তমান সদস্য আব্দুল হামিদ লাল্টুর সঙ্গে সাবেক সদস্য আব্দুল বারীর বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে গত বৃহস্পতিবার সকালে আব্দুল হামিদ লাল্টুর লোকজন আব্দুল বারীর এক কর্মীকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদ করতে গতকাল শুক্রবার বিকেলে আব্দুল বারীর কর্মী-সমর্থকেরা আব্দুল হামিদ লাল্টুর গ্রামে যান। এ সময় কথা–কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে রায়নগর নৌফাঁড়ির পুলিশ ও শ্যামনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাতটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের বিষয়ে আব্দুল হামিদ লাল্টু বলেন, বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা করে। এ খবর ছড়িয়ে পড়ায় তাঁর কর্মী-সমর্থকেরা প্রতিপক্ষের নিয়ে আসা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ধাওয়া দিতে গেলে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে তাঁর এক ছেলেসহ ১২ কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
অভিযোগ সম্পর্কে আব্দুল বারী বলেন, নির্বাচনের পর থেকে একের পর এক তাঁর কর্মী-সমর্থকদের লাল্টুর লোকজন মারধর করছে। আগের দিন নাদের নামে তাঁর এক সমর্থককে মারধরের বিচার চাইতে গেলে লাল্টু সুন্দরবনের আত্মসমর্পণ করা বনদস্যুদের নিয়ে তাঁর লোকজনের ওপর হামলা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় দুপুর পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে