খুলনা প্রতিনিধি

নতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
এদিকে শিক্ষার্থীদের এই এক দফা দাবি প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। উল্টো ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত করা ও বিশৃঙ্খলাকারীদের সুষ্ঠু বিচার না হলে ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা।
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা চালান বিএনপির নেতা–কর্মীরা। এতে অন্তত ৫০ জন আহত হন। এরপর থেকে আন্দোলন চলছে। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। এরপর সম্প্রতি সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এর পর থেকে আবারও শিক্ষার্থীরা আন্দোলন করছেন ভিসির বিরুদ্ধে।
সর্বশেষ গতকাল রোববার বেলা আড়াইটায় ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার চত্বরে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন। এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্রদলের নেতা-কর্মী ও বহিরাগতরা গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও উপাচার্য নিরাপত্তা দিতে পারেননি। উল্টো ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে ক্যাম্পাসের বাইরের একজন আদালতে মামলা করেছেন। এ ছাড়া ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে হামলাকারী নন, বরং আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যা বেশি। অন্তর্বর্তী সরকারের কাছে তাঁরা উপাচার্যকে অপসারণের দাবি জানালেও কোনো সুফল পাননি।
তাই বাধ্য হয়ে আমরণ অনশন কর্মসূচি করবেন।
শিক্ষার্থীরা বলেন, তাঁরা এক দফার (ভিসি অপসারণ) দাবিতে অনড়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
শিক্ষার্থীদের দাবি প্রত্যাখ্যান
এদিকে ভিসি অপসারণের দাবি প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তারা বলছে, অনুমাননির্ভর ও বাস্তবসম্মত নয়—এমন মিথ্যা অভিযোগ তুলে ভিসির পদত্যাগ দাবি গ্রহণযোগ্য নয়।
বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার কুয়েট শিক্ষক সমিতির জরুরি সভায় হয়। এরপর গতকাল এ নিয়ে বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, অনুমাননির্ভর ও বাস্তবসম্মত নয়—এমন মিথ্যা অভিযোগ তুলে ভিসির পদত্যাগ দাবি করা ও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা সম্পূর্ণ অযৌক্তিক বলে আন্দোলনরত শিক্ষার্থীদের ভিসির পদত্যাগের এক দফা দাবি প্রত্যাখ্যান করছে শিক্ষক সমিতি। এ ছাড়া ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শিক্ষকেরা। এই দাবি না মানলে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তাঁরা।

নতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
এদিকে শিক্ষার্থীদের এই এক দফা দাবি প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। উল্টো ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত করা ও বিশৃঙ্খলাকারীদের সুষ্ঠু বিচার না হলে ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা।
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা চালান বিএনপির নেতা–কর্মীরা। এতে অন্তত ৫০ জন আহত হন। এরপর থেকে আন্দোলন চলছে। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। এরপর সম্প্রতি সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এর পর থেকে আবারও শিক্ষার্থীরা আন্দোলন করছেন ভিসির বিরুদ্ধে।
সর্বশেষ গতকাল রোববার বেলা আড়াইটায় ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার চত্বরে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন। এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্রদলের নেতা-কর্মী ও বহিরাগতরা গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও উপাচার্য নিরাপত্তা দিতে পারেননি। উল্টো ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে ক্যাম্পাসের বাইরের একজন আদালতে মামলা করেছেন। এ ছাড়া ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে হামলাকারী নন, বরং আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যা বেশি। অন্তর্বর্তী সরকারের কাছে তাঁরা উপাচার্যকে অপসারণের দাবি জানালেও কোনো সুফল পাননি।
তাই বাধ্য হয়ে আমরণ অনশন কর্মসূচি করবেন।
শিক্ষার্থীরা বলেন, তাঁরা এক দফার (ভিসি অপসারণ) দাবিতে অনড়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
শিক্ষার্থীদের দাবি প্রত্যাখ্যান
এদিকে ভিসি অপসারণের দাবি প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তারা বলছে, অনুমাননির্ভর ও বাস্তবসম্মত নয়—এমন মিথ্যা অভিযোগ তুলে ভিসির পদত্যাগ দাবি গ্রহণযোগ্য নয়।
বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার কুয়েট শিক্ষক সমিতির জরুরি সভায় হয়। এরপর গতকাল এ নিয়ে বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, অনুমাননির্ভর ও বাস্তবসম্মত নয়—এমন মিথ্যা অভিযোগ তুলে ভিসির পদত্যাগ দাবি করা ও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা সম্পূর্ণ অযৌক্তিক বলে আন্দোলনরত শিক্ষার্থীদের ভিসির পদত্যাগের এক দফা দাবি প্রত্যাখ্যান করছে শিক্ষক সমিতি। এ ছাড়া ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শিক্ষকেরা। এই দাবি না মানলে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তাঁরা।

সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১৯ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে