
বিএনপি তেমন কিছু করতে পারবে না। দেখছেন তারা হরতাল ডেকেছে, কিন্তু গাড়ি চলেছে। জ্বালাও-পোড়াও করছে। এতে তেমন কিছু হবে না, ৫ শতাংশ ক্ষয়ক্ষতি হতে পারে। তবে বাজারে নিত্যপণ্যের দাম আর বাড়বে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় নিজ এলাকার ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে এসব কথা বলেন মন্ত্রী।
বিএনপি একটি নিবন্ধিত দল। তারা নির্বাচনে আসেনি, এটা তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপব্যবহার করেছে। বিএনপি নির্বাচনে আসুক, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে আসুক, এটা আমরা চাই। কিন্তু তাঁরা যে জ্বালাও-পোড়াওয়ের মতো অসৎ উপায় অবলম্বন করেছে তা সত্যিই দুঃখজনক।
মন্ত্রী আরও বলেন, ‘বিদেশিরা কে কী করল বা কে কী বলল, এটা দেখার বিষয় না। যখন স্যাংশন দেবে তখন দেখা যাবে। আগে থেকে ভয় পাওয়ার কিছুই নেই। ভোট ভালো হবে আমি মনে করি। ভালো হচ্ছে, আমি সবাইকে আহ্বান জানাই ভোট দেওয়ার জন্য।’
বাজার পরিস্থিতি নিয়ে এম এ মান্নান বলেন, ‘বাজারে নিত্যপণ্যের দাম আর বাড়বে না। তবে আহামরি যে হুট করে কমে যাবে, তা-ও না। ধীরে ধীরে বাজার নিয়ন্ত্রণে আসবে। আমনের ভালো ফসল হয়েছে ৷ উৎপাদন ভালো হচ্ছে, ধীরে ধীরে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আসবে। আমার মন্ত্রণালয় থেকে রিপোর্ট পেয়েছি পয়েন্ট ২ থেকে ৩ ভাগ কমেছে। আশা করি আরও কমবে, একটা সময় ৭-৮ ভাগ কমে আসবে।’
পরে পরিকল্পনামন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রের ভোট গ্রহণ পরিদর্শন করেন।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৭ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৯ মিনিট আগে