যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নবি মোড়ল ওরফে ইসলাম (৫২) নামে এক বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৪ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের তেইশ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নবি মোড়ল ওরফে ইসলাম পার্শ্ববর্তী সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামের ওমর মোড়লের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কেশবপুরের তেইশ মাইল নামক এলাকায় চুকনগর থেকে যাত্রী নিয়ে আসার সময় একটি বাস সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নবি মোড়ল ওরফে ইসলাম বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীরা হলেন আবু তাহের (২৮), মাহফুজা খাতুন (৩০), আবু বকর সিদ্দিক (৬৮) ও মিরা খাতুন (১৮)।
খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক শংকর বিশ্বাস জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর জানান, বাসের সুপারভাইজার নবি ইসলাম মোড়লকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৭ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৭ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে