প্রতিনিধি

চুয়াডাঙ্গা: খুলনা বিভাগের জেলা চুয়াডাঙ্গায় করোনার প্রকোপ বাড়ছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২। এর মধ্যে জেলায় অবস্থানকালে মৃত্যু হয়েছে ৮৯ জনের ও জেলার বাইরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৩ জন। জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৩ হাজার ২৬৬। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৩ জন।
করোনা সংক্রমণ রোধে জেলায় ৭২ ঘণ্টার বিধিনিষেধ চলছে। গতকাল সোমবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত। বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে কাজ করছে প্রশাসন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, জীবননগর, দামুড়হুদা ও দর্শনায় প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। স্বাস্থ্যবিধি না মানাসহ সরকারি বিধিনিষেধ উপেক্ষা করার কারণে জরিমানা আদায় করা হচ্ছে। গতকাল সোমবার জেলা জুড়ে ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৯টি মামলায় ৫৪ জনকে ৩৩ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে আছে প্রশাসন ও পুলিশ বিভাগ। মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার বাহিনী কাজ করছে। আমরা চাই, কঠোরভাবে বিধিনিষেধ বাস্তবায়ন করা হোক। প্রশাসন থেকে অসহায় ও কাজহীন ব্যক্তিদের মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। শর্ত একটাই—লকডাউন মানতে হবে।
পিসিআর ল্যাবে পরীক্ষিত চুয়াডাঙ্গার ৩০৭টি নমুনার ফলাফল গতকাল সোমবার প্রকাশ করেছে জেলার স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ৯৯ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। এই ৯৯ জনের মধ্যে সদর উপজেলার ৩৮, আলমডাঙ্গার ১৩, দামুড়হুদার ১৩ ও জীবননগর উপজেলার ৩৫ জন রয়েছেন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩২ দশিমক ২৪ শতাংশ। করোনা আক্রান্ত হয়ে জেলায় নতুন করে দুজনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৫৪১টি, প্রাপ্ত ফলাফল ১২ হাজার ৭৪৯টি, শনাক্ত ৩ হাজার ২৬৬ জন। জেলায় বর্তমানে ৯৯২ জন আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন ৯৩১ জন ও হাসপাতাল আইসোলেশনে ৬১ জন।
এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ১০২ জনের। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩২, আলমডাঙ্গায় ২১, দামুড়হুদায় ২৬ ও জীবননগরে ১০ জন। চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ১৩ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।

চুয়াডাঙ্গা: খুলনা বিভাগের জেলা চুয়াডাঙ্গায় করোনার প্রকোপ বাড়ছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২। এর মধ্যে জেলায় অবস্থানকালে মৃত্যু হয়েছে ৮৯ জনের ও জেলার বাইরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৩ জন। জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৩ হাজার ২৬৬। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৩ জন।
করোনা সংক্রমণ রোধে জেলায় ৭২ ঘণ্টার বিধিনিষেধ চলছে। গতকাল সোমবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত। বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে কাজ করছে প্রশাসন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, জীবননগর, দামুড়হুদা ও দর্শনায় প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। স্বাস্থ্যবিধি না মানাসহ সরকারি বিধিনিষেধ উপেক্ষা করার কারণে জরিমানা আদায় করা হচ্ছে। গতকাল সোমবার জেলা জুড়ে ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৯টি মামলায় ৫৪ জনকে ৩৩ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে আছে প্রশাসন ও পুলিশ বিভাগ। মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার বাহিনী কাজ করছে। আমরা চাই, কঠোরভাবে বিধিনিষেধ বাস্তবায়ন করা হোক। প্রশাসন থেকে অসহায় ও কাজহীন ব্যক্তিদের মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। শর্ত একটাই—লকডাউন মানতে হবে।
পিসিআর ল্যাবে পরীক্ষিত চুয়াডাঙ্গার ৩০৭টি নমুনার ফলাফল গতকাল সোমবার প্রকাশ করেছে জেলার স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ৯৯ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। এই ৯৯ জনের মধ্যে সদর উপজেলার ৩৮, আলমডাঙ্গার ১৩, দামুড়হুদার ১৩ ও জীবননগর উপজেলার ৩৫ জন রয়েছেন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩২ দশিমক ২৪ শতাংশ। করোনা আক্রান্ত হয়ে জেলায় নতুন করে দুজনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৫৪১টি, প্রাপ্ত ফলাফল ১২ হাজার ৭৪৯টি, শনাক্ত ৩ হাজার ২৬৬ জন। জেলায় বর্তমানে ৯৯২ জন আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন ৯৩১ জন ও হাসপাতাল আইসোলেশনে ৬১ জন।
এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ১০২ জনের। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩২, আলমডাঙ্গায় ২১, দামুড়হুদায় ২৬ ও জীবননগরে ১০ জন। চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ১৩ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে