প্রতিনিধি

কুমারখালী (কুষ্টিয়া): কুষ্টিয়ার কুমারখালী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. কামরুজ্জামান তালুকদার যোগদান করেছেন। শুক্রবার (৪ জুন) বিকেলে ৪৮ তম ওসি হিসেবে তিনি যোগদান করেন। একই সময়ে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেন জনপ্রিয় ওসি মজিবুর রহমান। এ সময় থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, সেকেন্ড অফিসার (এস আই নি:) শরিফুল ইসলামসহ থানার অফিসার, ফোর্সরা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত ওসি থানায় পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী ওসি মজিবুর রহমান। এর আগে বিকেল সাড়ে ৩টায় থানার অফিসার ও ফোর্সের পক্ষ থেকে ওসি মুজিবুর রহমানকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কামরুজ্জামান তালুকদার এর আগে কুষ্টিয়ার খোকসা থানায় কর্মরত ছিলেন এবং সদ্যসাবেক ওসি মজিবুর রহমান একই জেলার ভেড়ামারা থানায় যোগদান করেন।
জানা যায়, মজিবুর রহমান ২০২০ সালের ২২ এপ্রিল ৪৭ তম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কুমারখালী থানায় যোগদান করেন। গত এক বছরে থানায় পুলিশ বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়ন, সৌন্দর্য বর্ধন, প্যারেড গ্রাউন্ড স্থাপন, একটি দৃষ্টিনন্দন নিরাপদ পার্ক স্থাপন, একটি পুরোনো কোয়ার্টারকে বাসযোগ্য করাসহ বেশ কয়েকটি কাজ করেছেন। সব মিলে থানা ও থানার বাইরে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তবে গেট ও কনফারেন্স রুমের কাজ শেষ না করেই সরকারি আদেশে তাঁকে বদলি হতে হয়েছে।
কুমারখালী থানায় যোগদানের পরপরই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান তালুকদার বলেন, দল বেদল দেখা হবে না। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সাধারণ জনগণকে সর্বোচ্চ ভোগান্তিমুক্ত সেবা দেওয়া হবে। সেবার মান নিশ্চিত করতে বিট পুলিশিং কার্যক্রম আরও বেগবান করা হবে। কিশোর গ্যাং দমনে কার্যকারী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, থানার সৌন্দর্য বর্ধনে বিদায়ী ওসির অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম গুলো চলমান থাকবে।
এর আগে বিকেলে বিদায়ী সংবর্ধনায় বিদায়ী ওসি মজিবুর রহমান আবেগঘন বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, চাকরি জীবনে সেরা টিম কুমারখালীতে পেয়েছি। অফিসার, ফোর্স ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় সম্মিলিত কাজ করার চেষ্টা করেছি। এখানে বন্ধুর মত সঙ্গী পেয়েছি।

কুমারখালী (কুষ্টিয়া): কুষ্টিয়ার কুমারখালী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. কামরুজ্জামান তালুকদার যোগদান করেছেন। শুক্রবার (৪ জুন) বিকেলে ৪৮ তম ওসি হিসেবে তিনি যোগদান করেন। একই সময়ে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেন জনপ্রিয় ওসি মজিবুর রহমান। এ সময় থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, সেকেন্ড অফিসার (এস আই নি:) শরিফুল ইসলামসহ থানার অফিসার, ফোর্সরা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত ওসি থানায় পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী ওসি মজিবুর রহমান। এর আগে বিকেল সাড়ে ৩টায় থানার অফিসার ও ফোর্সের পক্ষ থেকে ওসি মুজিবুর রহমানকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কামরুজ্জামান তালুকদার এর আগে কুষ্টিয়ার খোকসা থানায় কর্মরত ছিলেন এবং সদ্যসাবেক ওসি মজিবুর রহমান একই জেলার ভেড়ামারা থানায় যোগদান করেন।
জানা যায়, মজিবুর রহমান ২০২০ সালের ২২ এপ্রিল ৪৭ তম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কুমারখালী থানায় যোগদান করেন। গত এক বছরে থানায় পুলিশ বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়ন, সৌন্দর্য বর্ধন, প্যারেড গ্রাউন্ড স্থাপন, একটি দৃষ্টিনন্দন নিরাপদ পার্ক স্থাপন, একটি পুরোনো কোয়ার্টারকে বাসযোগ্য করাসহ বেশ কয়েকটি কাজ করেছেন। সব মিলে থানা ও থানার বাইরে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তবে গেট ও কনফারেন্স রুমের কাজ শেষ না করেই সরকারি আদেশে তাঁকে বদলি হতে হয়েছে।
কুমারখালী থানায় যোগদানের পরপরই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান তালুকদার বলেন, দল বেদল দেখা হবে না। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সাধারণ জনগণকে সর্বোচ্চ ভোগান্তিমুক্ত সেবা দেওয়া হবে। সেবার মান নিশ্চিত করতে বিট পুলিশিং কার্যক্রম আরও বেগবান করা হবে। কিশোর গ্যাং দমনে কার্যকারী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, থানার সৌন্দর্য বর্ধনে বিদায়ী ওসির অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম গুলো চলমান থাকবে।
এর আগে বিকেলে বিদায়ী সংবর্ধনায় বিদায়ী ওসি মজিবুর রহমান আবেগঘন বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, চাকরি জীবনে সেরা টিম কুমারখালীতে পেয়েছি। অফিসার, ফোর্স ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় সম্মিলিত কাজ করার চেষ্টা করেছি। এখানে বন্ধুর মত সঙ্গী পেয়েছি।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে