শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে নাশকতার দুই মামলায় বিএনপি-জামায়াতের সাড়ে ৩ শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে মামলার দায়েরের পর আত্মগোপনে চলে গেছেন বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা।
শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন নাশকতার দুই মামলায় ৪০ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় জানা গেছে, গত ২৮ অক্টোবর রাতে উপজেলার কাশিমাড়ীর বল্লারটোপ এলাকায় নাশকতার পরিকল্পনাসহ ককটেল বিস্ফোরণের অভিযোগে প্রথম মামলা করা হয়। শ্যামনগর থানার উপপরিদর্শক অমিত কুমার মন্ডলের দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০-১৬০ জনকে আসামি করা হয়। ১২ জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় বিস্ফোরিত ককটেলের অংশ, জালের কাটি, বাঁশের লাঠি ও পেট্রল বোমা এবং পালিয়ে যাওয়া ব্যক্তিদের জুতা উদ্ধারের জব্দ করা হয়। এ মামলায় উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ শীর্ষ নেতাকে আসামি করা হয়।
এ ছাড়া গত ২ নভেম্বর নাশকতার পরিকল্পনাসহ ককটেল বিস্ফোরণের অভিযোগে উপপরিদর্শক মোমরেজ আলী মোল্যা বাদী হয়ে দ্বিতীয় মামলা করেন। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়ে আরও পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৭০-১৮০ জনকে ওই মামলায় আসামি করা হয়। এ সময় জালের কাঠি, বিস্ফোরিত ককটেলের জর্দার কৌটার টুকরো, স্প্রাইটের বোতলে পেট্রোলযুক্ত বোমা উদ্ধার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
উপজেলা বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘নাশকতার মামলায় দায়েরের পর থেকে আতঙ্কে রয়েছে প্রতিটি নেতা-কর্মী। অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তারের শঙ্কায় নেতা-কার্মী এমনকি সমর্থকেরা পর্যন্ত এলাকা ছেড়ে বাইরে ঘুরছেন।’

সাতক্ষীরার শ্যামনগরে নাশকতার দুই মামলায় বিএনপি-জামায়াতের সাড়ে ৩ শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে মামলার দায়েরের পর আত্মগোপনে চলে গেছেন বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা।
শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন নাশকতার দুই মামলায় ৪০ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় জানা গেছে, গত ২৮ অক্টোবর রাতে উপজেলার কাশিমাড়ীর বল্লারটোপ এলাকায় নাশকতার পরিকল্পনাসহ ককটেল বিস্ফোরণের অভিযোগে প্রথম মামলা করা হয়। শ্যামনগর থানার উপপরিদর্শক অমিত কুমার মন্ডলের দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০-১৬০ জনকে আসামি করা হয়। ১২ জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় বিস্ফোরিত ককটেলের অংশ, জালের কাটি, বাঁশের লাঠি ও পেট্রল বোমা এবং পালিয়ে যাওয়া ব্যক্তিদের জুতা উদ্ধারের জব্দ করা হয়। এ মামলায় উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ শীর্ষ নেতাকে আসামি করা হয়।
এ ছাড়া গত ২ নভেম্বর নাশকতার পরিকল্পনাসহ ককটেল বিস্ফোরণের অভিযোগে উপপরিদর্শক মোমরেজ আলী মোল্যা বাদী হয়ে দ্বিতীয় মামলা করেন। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়ে আরও পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৭০-১৮০ জনকে ওই মামলায় আসামি করা হয়। এ সময় জালের কাঠি, বিস্ফোরিত ককটেলের জর্দার কৌটার টুকরো, স্প্রাইটের বোতলে পেট্রোলযুক্ত বোমা উদ্ধার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
উপজেলা বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘নাশকতার মামলায় দায়েরের পর থেকে আতঙ্কে রয়েছে প্রতিটি নেতা-কর্মী। অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তারের শঙ্কায় নেতা-কার্মী এমনকি সমর্থকেরা পর্যন্ত এলাকা ছেড়ে বাইরে ঘুরছেন।’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
৯ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে