প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র অক্সিজেন সংকট দেখা দিয়েছে। ৫০ শয্যার হাসপাতালটিতে নিয়মিত চিকিৎসা চলছে ৩০ জনের মতো রোগীর। করোনা আক্রান্ত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে ভর্তি আছেন ১৬ জন।
গতকাল শুক্রবার বিকেলে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন আজকের পত্রিকাকে দেওয়া এক বক্তব্যে বলেন, ৪৮টি সিলিন্ডার দিয়ে সেবা দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতি সামাল দিতে আরও অন্তত ১০০টি সিলিন্ডারসহ সংশ্লিষ্ট অন্যান্য সরঞ্জাম প্রয়োজন।
এই কর্মকর্তা আরও জানান, অবস্থা খুবই খারাপ। রোগী যেভাবে বাড়ছে, আমরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি। এভাবে সম্ভব না। চোখের সামনেই অক্সিজেনের অভাবে রোগী মারা গেলেও কিছু করার থাকবে না বলে উল্লেখ করে তিনি বলেন, আপনারা দয়া করে পদক্ষেপ নেন, মিডিয়া এবং বিত্তবানদের সহায়তা প্রয়োজন। এখানে মেডিসিন কনসালট্যান্ট নেই। চিকিৎসকেরা পজিটিভ হচ্ছে।
এদিকে উপজেলাটিতে এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ২৫ জনের। বর্তমানে আক্রান্তদের অধিকাংশই নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
গতকাল শুক্রবার রাতে হাসপাতালে অক্সিজেন না থাকায় সাময়িক অক্সিজেন সেবা চালু করেছে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এদিকে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সংকট থাকায় শনিবার সকালে ২০টি অক্সিজেন সিলিন্ডার পাঠান স্থানীয় সংসদ আ কা ম সারওয়ার জাহান বাদশাহ্।
জেলায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বাড়তে থাকা দৌলতপুর উপজেলায় করোনা চিকিৎসায় চিকিৎসক ও সরঞ্জামের ব্যাপক সংকট বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র অক্সিজেন সংকট দেখা দিয়েছে। ৫০ শয্যার হাসপাতালটিতে নিয়মিত চিকিৎসা চলছে ৩০ জনের মতো রোগীর। করোনা আক্রান্ত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে ভর্তি আছেন ১৬ জন।
গতকাল শুক্রবার বিকেলে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন আজকের পত্রিকাকে দেওয়া এক বক্তব্যে বলেন, ৪৮টি সিলিন্ডার দিয়ে সেবা দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতি সামাল দিতে আরও অন্তত ১০০টি সিলিন্ডারসহ সংশ্লিষ্ট অন্যান্য সরঞ্জাম প্রয়োজন।
এই কর্মকর্তা আরও জানান, অবস্থা খুবই খারাপ। রোগী যেভাবে বাড়ছে, আমরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি। এভাবে সম্ভব না। চোখের সামনেই অক্সিজেনের অভাবে রোগী মারা গেলেও কিছু করার থাকবে না বলে উল্লেখ করে তিনি বলেন, আপনারা দয়া করে পদক্ষেপ নেন, মিডিয়া এবং বিত্তবানদের সহায়তা প্রয়োজন। এখানে মেডিসিন কনসালট্যান্ট নেই। চিকিৎসকেরা পজিটিভ হচ্ছে।
এদিকে উপজেলাটিতে এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ২৫ জনের। বর্তমানে আক্রান্তদের অধিকাংশই নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
গতকাল শুক্রবার রাতে হাসপাতালে অক্সিজেন না থাকায় সাময়িক অক্সিজেন সেবা চালু করেছে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এদিকে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সংকট থাকায় শনিবার সকালে ২০টি অক্সিজেন সিলিন্ডার পাঠান স্থানীয় সংসদ আ কা ম সারওয়ার জাহান বাদশাহ্।
জেলায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বাড়তে থাকা দৌলতপুর উপজেলায় করোনা চিকিৎসায় চিকিৎসক ও সরঞ্জামের ব্যাপক সংকট বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়।
২ ঘণ্টা আগে