নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাতক্ষীরার কালীগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের প্রায় ২০০ ব্যক্তি মারা গেছেন পাঁচ বছর আগে। কিন্তু এই মৃত ব্যক্তিদের কাগজে-কলমে জীবিত দেখিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা সরকারি বরাদ্দের বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতা তুলে আত্মসাৎ করেছেন। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ৯ সদস্য এর সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। চার-পাঁচ বছর ধরে তোলা এই অর্থের পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।
সম্প্রতি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে একটি দল ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করে। এর আগে তাঁরা স্থানীয় সমাজসেবা কার্যালয় থেকে তথ্য ও যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করেন।
দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন ও ৯ সদস্যের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নের প্রায় ২০০ মৃত ব্যক্তির নামে বয়স্ক-বিধবা ভাতা তুলে নিজেরা ভোগ করছেন। সর্বশেষ ২০১৯ সালের রেকর্ডপত্র পর্যালোচনা করে দুদক প্রায় পাঁচ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে।
দুদক কর্মকর্তারা ধলবাড়িয়া ইউপি কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান গাজী শওকত হোসেনকে পাননি। তবে ইউপি সদস্য আবদুল কাদের, শেখ গোলাম মোস্তফা, খায়রুল আলম, এস এম আবদুর রবকে কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ছাড়া ইউপি সচিব শহিদুল ইসলামের কাছেও তথ্য জানতে চান দুদক কর্মকর্তারা।
শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নতুন দায়িত্ব পেয়েছি। আমার কাছে কোনো তথ্য নেই। এসব রেকর্ড সমাজসেবা কার্যালয়ে থাকে।’
অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান গাজী শওকতসহ কয়েকজন ইউপি সদস্যকে মোবাইল ফোনে কল দিয়েও বন্ধ পাওয়া যায়। সংরক্ষিত নারী সদস্য শিখা রানী মণ্ডল বলেন, ‘দুদক কর্মকর্তারা ইউপি কার্যালয়ে যখন আসেন, তখন আমি উপস্থিত ছিলাম। আমি জানি না, তাঁরা কেন এসেছেন।’
দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শফিউল্লাহ আদনান বলেন, চেয়ারম্যান গাজী শওকত হোসেন ও ৯ সদস্যের সহায়তায় গত চার-পাঁচ বছরে প্রায় ২০০ মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার প্রায় পাঁচ লাখ টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে এবং তিন লাখের বেশি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। তদন্ত শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক।

সাতক্ষীরার কালীগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের প্রায় ২০০ ব্যক্তি মারা গেছেন পাঁচ বছর আগে। কিন্তু এই মৃত ব্যক্তিদের কাগজে-কলমে জীবিত দেখিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা সরকারি বরাদ্দের বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতা তুলে আত্মসাৎ করেছেন। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ৯ সদস্য এর সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। চার-পাঁচ বছর ধরে তোলা এই অর্থের পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।
সম্প্রতি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে একটি দল ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করে। এর আগে তাঁরা স্থানীয় সমাজসেবা কার্যালয় থেকে তথ্য ও যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করেন।
দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন ও ৯ সদস্যের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নের প্রায় ২০০ মৃত ব্যক্তির নামে বয়স্ক-বিধবা ভাতা তুলে নিজেরা ভোগ করছেন। সর্বশেষ ২০১৯ সালের রেকর্ডপত্র পর্যালোচনা করে দুদক প্রায় পাঁচ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে।
দুদক কর্মকর্তারা ধলবাড়িয়া ইউপি কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান গাজী শওকত হোসেনকে পাননি। তবে ইউপি সদস্য আবদুল কাদের, শেখ গোলাম মোস্তফা, খায়রুল আলম, এস এম আবদুর রবকে কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ছাড়া ইউপি সচিব শহিদুল ইসলামের কাছেও তথ্য জানতে চান দুদক কর্মকর্তারা।
শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নতুন দায়িত্ব পেয়েছি। আমার কাছে কোনো তথ্য নেই। এসব রেকর্ড সমাজসেবা কার্যালয়ে থাকে।’
অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান গাজী শওকতসহ কয়েকজন ইউপি সদস্যকে মোবাইল ফোনে কল দিয়েও বন্ধ পাওয়া যায়। সংরক্ষিত নারী সদস্য শিখা রানী মণ্ডল বলেন, ‘দুদক কর্মকর্তারা ইউপি কার্যালয়ে যখন আসেন, তখন আমি উপস্থিত ছিলাম। আমি জানি না, তাঁরা কেন এসেছেন।’
দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শফিউল্লাহ আদনান বলেন, চেয়ারম্যান গাজী শওকত হোসেন ও ৯ সদস্যের সহায়তায় গত চার-পাঁচ বছরে প্রায় ২০০ মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার প্রায় পাঁচ লাখ টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে এবং তিন লাখের বেশি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। তদন্ত শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক।

ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপির প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু মনোনয়নপত্র জমার কয়েক দিন আগে একই আসনে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট করা হয়নি কেন্দ্র থেকে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন দাস (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
উত্তরের জেলা পঞ্চগড়ে এক সপ্তাহের বেশি সময় তাপমাত্রা কিছুটা বাড়তি থাকার পর বছরের প্রথম দিনেই হঠাৎ কমে গেছে। জেলায় তাপমাত্রা ফের এক অঙ্কের ঘরে নেমেছে। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড...
১ ঘণ্টা আগে