প্রতিনিধি

কুমারখালী (কুষ্টিয়া): আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থক দুই পক্ষের বিরোধের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পুলিশ নেমেছে। এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। আটক আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে দুই শতাধিক পরিবারের পুরুষ। ঘটনাটি ঘটেছে কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের দড়িকমলপুর ব্রিজ এলাকায়।
আজ শনিবার দুপুরে সরেজমিন গেলে নারীরা জানান, প্রায় তিন বছর আগে সাবেক ইউপি মেম্বার আতর আলী বিশ্বাস ও বর্তমান মেম্বার ওয়াদুদ শেখ একই গ্রুপে ছিলেন। কয়েক বছর আগে আধিপত্য বিস্তার নিয়ে দুই মেম্বার আলাদা হয়ে যায়। এরপর থেকেই যেকোনো তুচ্ছ ঘটনায় শেখ ও বিশ্বাস গ্রুপের সমর্থকরা ঘন ঘন সংঘর্ষে জড়িয়ে পড়ছেন।
এরই জেরে গত ১৭ মে শেখ গ্রুপের হাসান খন্দকারকে (৭০) পিটিয়ে রক্তাক্ত করেন বিশ্বাস গ্রুপের আলামিন, আনোয়ারসহ পাঁচজন। এ নিয়ে থানায় শেখ গ্রুপের পক্ষে একটি মামলা করা হয়। এরপর থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে গতকাল শুক্রবার দিবাগত রাতে দুই গ্রুপ ওই গ্রামের ব্রিজ এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়। ততক্ষণে বিশ্বাস গ্রুপের সমর্থকরা শেখ গ্রুপের খন্দকার আশরাফ, তোফাজ্জেল, আশরাফ, মোফাজ্জেল, চুন্নুর ঘরে ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়।
এ বিষয়ে শেখ সমর্থিত খন্দকার আশরাফের স্ত্রী বলেন, বেশ কয়েক দিন ধরে দুই পক্ষের উত্তেজনা চলছিল। এরই জেরে শুক্রবার রাতে বিশ্বাস গ্রুপের লোকজন আমাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ঘরের বেড়া ভাঙচুর করে। তিনি বলেন, সব সময় পুলিশ ঘোরাফেরা করছে। পুলিশের ভয়ে এলাকার অনেক পরিবারের পুরুষ পালিয়ে বেড়াচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। সব সময় ভয়ে থাকি। এর ওপর পুলিশ এসে ঝামেলা করছে।
বিশ্বাস সমর্থক গ্রুপের আলামিনের স্ত্রী বলেন, যেকোনো ঘটনা ঘটলেই বিশ্বাস গ্রুপের আতর মেম্বারের দোষ হয়। প্রতিপক্ষরা এসে বাড়িতে ভাঙচুর চালায়। পথেঘাটে আমাদের লোকজন পেলে ওরা মারধর করে। তিনি আরও বলেন, এলাকায় এখন কোনো পুরুষ মানুষ নাই, বাজার নাই। খাওয়া দাওয়া খুব কষ্ট হচ্ছে। রাত নেই, দিন নেই, সব সময় পুলিশ আসে। বাড়ির পুরুষ মানুষ খোঁজে।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, কী নিয়ে দুই পক্ষ মারামারি করে, তা তারা নিজেরাই জানে না। যেকোনো বিষয় নিয়েই বিশ্বাস ও শেখ গ্রুপ লাঠি, ঢাল, সরকি নিয়ে মাঠে নামে। আগের ঘটনায় শেখ গ্রুপ একটি মামলা করেছে। এরপর শুক্রবার রাতে দুই গ্রুপ মুখোমুখি হলে পুলিশ খবর পেয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে পুলিশ কাউকে হয়রানি করছে না।

কুমারখালী (কুষ্টিয়া): আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থক দুই পক্ষের বিরোধের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পুলিশ নেমেছে। এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। আটক আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে দুই শতাধিক পরিবারের পুরুষ। ঘটনাটি ঘটেছে কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের দড়িকমলপুর ব্রিজ এলাকায়।
আজ শনিবার দুপুরে সরেজমিন গেলে নারীরা জানান, প্রায় তিন বছর আগে সাবেক ইউপি মেম্বার আতর আলী বিশ্বাস ও বর্তমান মেম্বার ওয়াদুদ শেখ একই গ্রুপে ছিলেন। কয়েক বছর আগে আধিপত্য বিস্তার নিয়ে দুই মেম্বার আলাদা হয়ে যায়। এরপর থেকেই যেকোনো তুচ্ছ ঘটনায় শেখ ও বিশ্বাস গ্রুপের সমর্থকরা ঘন ঘন সংঘর্ষে জড়িয়ে পড়ছেন।
এরই জেরে গত ১৭ মে শেখ গ্রুপের হাসান খন্দকারকে (৭০) পিটিয়ে রক্তাক্ত করেন বিশ্বাস গ্রুপের আলামিন, আনোয়ারসহ পাঁচজন। এ নিয়ে থানায় শেখ গ্রুপের পক্ষে একটি মামলা করা হয়। এরপর থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে গতকাল শুক্রবার দিবাগত রাতে দুই গ্রুপ ওই গ্রামের ব্রিজ এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়। ততক্ষণে বিশ্বাস গ্রুপের সমর্থকরা শেখ গ্রুপের খন্দকার আশরাফ, তোফাজ্জেল, আশরাফ, মোফাজ্জেল, চুন্নুর ঘরে ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়।
এ বিষয়ে শেখ সমর্থিত খন্দকার আশরাফের স্ত্রী বলেন, বেশ কয়েক দিন ধরে দুই পক্ষের উত্তেজনা চলছিল। এরই জেরে শুক্রবার রাতে বিশ্বাস গ্রুপের লোকজন আমাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ঘরের বেড়া ভাঙচুর করে। তিনি বলেন, সব সময় পুলিশ ঘোরাফেরা করছে। পুলিশের ভয়ে এলাকার অনেক পরিবারের পুরুষ পালিয়ে বেড়াচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। সব সময় ভয়ে থাকি। এর ওপর পুলিশ এসে ঝামেলা করছে।
বিশ্বাস সমর্থক গ্রুপের আলামিনের স্ত্রী বলেন, যেকোনো ঘটনা ঘটলেই বিশ্বাস গ্রুপের আতর মেম্বারের দোষ হয়। প্রতিপক্ষরা এসে বাড়িতে ভাঙচুর চালায়। পথেঘাটে আমাদের লোকজন পেলে ওরা মারধর করে। তিনি আরও বলেন, এলাকায় এখন কোনো পুরুষ মানুষ নাই, বাজার নাই। খাওয়া দাওয়া খুব কষ্ট হচ্ছে। রাত নেই, দিন নেই, সব সময় পুলিশ আসে। বাড়ির পুরুষ মানুষ খোঁজে।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, কী নিয়ে দুই পক্ষ মারামারি করে, তা তারা নিজেরাই জানে না। যেকোনো বিষয় নিয়েই বিশ্বাস ও শেখ গ্রুপ লাঠি, ঢাল, সরকি নিয়ে মাঠে নামে। আগের ঘটনায় শেখ গ্রুপ একটি মামলা করেছে। এরপর শুক্রবার রাতে দুই গ্রুপ মুখোমুখি হলে পুলিশ খবর পেয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে পুলিশ কাউকে হয়রানি করছে না।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে