খুলনা প্রতিনিধি

খুলনা সাইবার ট্রাইব্যুনাল দায়ের করা তথ্য ও প্রযুক্তি আইনের মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন–সময়ের খবরের সাবেক (ভারপ্রাপ্ত) সম্পাদক কাজী মোতাহার রহমান ও নিজস্ব প্রতিবেদক সোহাগ দেওয়ান। আজ সোমবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কনিকা বিশ্বাস এ রায় দেন।
রায়ে বলা হয়েছে, মামলায় দৈনিক সময়ের খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহাগ দেওয়ান ও তৎকালীন ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোতাহার রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হলো।
আসামিদের খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন।
পিপি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে ২০১৭ সালের ১৮ মে কর্মচারী নিয়োগে জটিলতা সংক্রান্ত সংবাদ স্থানীয় দৈনিক সময়ের খবর পত্রিকায় প্রকাশিত হয়। এ ছাড়া সিএমএম আদালতে একটি চেকের মামলার রায়ের সংবাদও ২২ মে একই পত্রিকায় প্রকাশিত হয়।’
তিনি বলেন, ‘এই দুটি সংবাদকে মিথ্যা ও ভুল আখ্যা দিয়ে খুলনার (সিএমএম) আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার সাহা বাদী হয়ে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ও ৬৬ ধারায় ২০১৭ সালের ১৪ জুন খুলনার দুজন সাংবাদিকের বিরুদ্ধে সদর থানায় মামলাটি করেন (নম্বর-২৪)।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. আফাজ আহমেদ ২০১৮ সালের ২৬ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন (নম্বর-৬২৪)। মোট ১২ জন সাক্ষীর ১২ জনই আদালতে তাদের সাক্ষ্য দেন। এতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই সাংবাদিককে ট্রাইব্যুনাল অব্যাহতি প্রদান করেন।’
এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী চৌধুরী তৌহিদুর রহমান তুষার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে সাংবাদিকদের সংবাদ যে সঠিক ছিল সেটাই প্রমাণিত হলো।’
মামলা থেকে বেকসুর খালাস পাওয়া সাংবাদিক কাজী মোতাহার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রায়ে আমি খুশি। আমি ন্যায় বিচার পেয়েছি।’

খুলনা সাইবার ট্রাইব্যুনাল দায়ের করা তথ্য ও প্রযুক্তি আইনের মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন–সময়ের খবরের সাবেক (ভারপ্রাপ্ত) সম্পাদক কাজী মোতাহার রহমান ও নিজস্ব প্রতিবেদক সোহাগ দেওয়ান। আজ সোমবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কনিকা বিশ্বাস এ রায় দেন।
রায়ে বলা হয়েছে, মামলায় দৈনিক সময়ের খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহাগ দেওয়ান ও তৎকালীন ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোতাহার রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হলো।
আসামিদের খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন।
পিপি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে ২০১৭ সালের ১৮ মে কর্মচারী নিয়োগে জটিলতা সংক্রান্ত সংবাদ স্থানীয় দৈনিক সময়ের খবর পত্রিকায় প্রকাশিত হয়। এ ছাড়া সিএমএম আদালতে একটি চেকের মামলার রায়ের সংবাদও ২২ মে একই পত্রিকায় প্রকাশিত হয়।’
তিনি বলেন, ‘এই দুটি সংবাদকে মিথ্যা ও ভুল আখ্যা দিয়ে খুলনার (সিএমএম) আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার সাহা বাদী হয়ে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ও ৬৬ ধারায় ২০১৭ সালের ১৪ জুন খুলনার দুজন সাংবাদিকের বিরুদ্ধে সদর থানায় মামলাটি করেন (নম্বর-২৪)।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. আফাজ আহমেদ ২০১৮ সালের ২৬ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন (নম্বর-৬২৪)। মোট ১২ জন সাক্ষীর ১২ জনই আদালতে তাদের সাক্ষ্য দেন। এতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই সাংবাদিককে ট্রাইব্যুনাল অব্যাহতি প্রদান করেন।’
এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী চৌধুরী তৌহিদুর রহমান তুষার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে সাংবাদিকদের সংবাদ যে সঠিক ছিল সেটাই প্রমাণিত হলো।’
মামলা থেকে বেকসুর খালাস পাওয়া সাংবাদিক কাজী মোতাহার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রায়ে আমি খুশি। আমি ন্যায় বিচার পেয়েছি।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৬ ঘণ্টা আগে