কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার কয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল রাতে থানায় অভিযুক্ত শিক্ষককে বিরুদ্ধে দণ্ডবিধি ২৯৫ ক ও ৫০৫ ক ধারায় মামলা দায়ের করেন স্থানীয় এক ব্যক্তি।
গ্রেপ্তার আবু সালেহ (৫০) কুমারখালী উপজেলার কয়া চাইল্ড হিভেন গার্লস স্কুলের প্রধান শিক্ষক এবং কয়া মালিথাপাড়া গ্রামের মৃত আ. জব্বারের ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় রাতে থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় আজ ভোরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক আবু সালেহ দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরে আসতে নিষেধ করেন। এমন খবর পেয়ে গত সোমবার একজন নারী অভিভাবক প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে যান। সে সময় ওই অভিভাবকের কাছে প্রধান শিক্ষক ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
বিষয়টি জানাজানি হলে গতকাল সকাল থেকে বিভিন্ন এলাকার মানুষ কয়া বাইতুল মামুন জামে মসজিদে একত্রিত হন। সেখানে তারা প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। পরে বেলা ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের শান্ত করেন। এরপর ওই দিন রাতে এনামুল হক নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। আজ ভোরে ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বাদী মো. এনামুল হক আজকের পত্রিকা বলেন, ‘প্রধান শিক্ষক বিদ্যালয়ের সমাবেশে শিক্ষার্থীদের বোরকা পরতে নিষেধ করায় একজন অভিভাবক কারণ জানতে গিয়েছিল। সেসময় প্রধান শিক্ষক ধর্ম নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর শাস্তির দাবিতে থানায় মামলা করেছি।’
অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি করে কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ধর্ম বিরোধী বিভিন্ন মন্তব্য করে আসছিলেন। যা খুবই অন্যায়।’

কুষ্টিয়ার কুমারখালীতে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার কয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল রাতে থানায় অভিযুক্ত শিক্ষককে বিরুদ্ধে দণ্ডবিধি ২৯৫ ক ও ৫০৫ ক ধারায় মামলা দায়ের করেন স্থানীয় এক ব্যক্তি।
গ্রেপ্তার আবু সালেহ (৫০) কুমারখালী উপজেলার কয়া চাইল্ড হিভেন গার্লস স্কুলের প্রধান শিক্ষক এবং কয়া মালিথাপাড়া গ্রামের মৃত আ. জব্বারের ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় রাতে থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় আজ ভোরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক আবু সালেহ দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরে আসতে নিষেধ করেন। এমন খবর পেয়ে গত সোমবার একজন নারী অভিভাবক প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে যান। সে সময় ওই অভিভাবকের কাছে প্রধান শিক্ষক ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
বিষয়টি জানাজানি হলে গতকাল সকাল থেকে বিভিন্ন এলাকার মানুষ কয়া বাইতুল মামুন জামে মসজিদে একত্রিত হন। সেখানে তারা প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। পরে বেলা ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের শান্ত করেন। এরপর ওই দিন রাতে এনামুল হক নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। আজ ভোরে ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বাদী মো. এনামুল হক আজকের পত্রিকা বলেন, ‘প্রধান শিক্ষক বিদ্যালয়ের সমাবেশে শিক্ষার্থীদের বোরকা পরতে নিষেধ করায় একজন অভিভাবক কারণ জানতে গিয়েছিল। সেসময় প্রধান শিক্ষক ধর্ম নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর শাস্তির দাবিতে থানায় মামলা করেছি।’
অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি করে কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ধর্ম বিরোধী বিভিন্ন মন্তব্য করে আসছিলেন। যা খুবই অন্যায়।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে