কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার কয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল রাতে থানায় অভিযুক্ত শিক্ষককে বিরুদ্ধে দণ্ডবিধি ২৯৫ ক ও ৫০৫ ক ধারায় মামলা দায়ের করেন স্থানীয় এক ব্যক্তি।
গ্রেপ্তার আবু সালেহ (৫০) কুমারখালী উপজেলার কয়া চাইল্ড হিভেন গার্লস স্কুলের প্রধান শিক্ষক এবং কয়া মালিথাপাড়া গ্রামের মৃত আ. জব্বারের ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় রাতে থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় আজ ভোরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক আবু সালেহ দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরে আসতে নিষেধ করেন। এমন খবর পেয়ে গত সোমবার একজন নারী অভিভাবক প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে যান। সে সময় ওই অভিভাবকের কাছে প্রধান শিক্ষক ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
বিষয়টি জানাজানি হলে গতকাল সকাল থেকে বিভিন্ন এলাকার মানুষ কয়া বাইতুল মামুন জামে মসজিদে একত্রিত হন। সেখানে তারা প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। পরে বেলা ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের শান্ত করেন। এরপর ওই দিন রাতে এনামুল হক নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। আজ ভোরে ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বাদী মো. এনামুল হক আজকের পত্রিকা বলেন, ‘প্রধান শিক্ষক বিদ্যালয়ের সমাবেশে শিক্ষার্থীদের বোরকা পরতে নিষেধ করায় একজন অভিভাবক কারণ জানতে গিয়েছিল। সেসময় প্রধান শিক্ষক ধর্ম নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর শাস্তির দাবিতে থানায় মামলা করেছি।’
অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি করে কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ধর্ম বিরোধী বিভিন্ন মন্তব্য করে আসছিলেন। যা খুবই অন্যায়।’

কুষ্টিয়ার কুমারখালীতে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার কয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল রাতে থানায় অভিযুক্ত শিক্ষককে বিরুদ্ধে দণ্ডবিধি ২৯৫ ক ও ৫০৫ ক ধারায় মামলা দায়ের করেন স্থানীয় এক ব্যক্তি।
গ্রেপ্তার আবু সালেহ (৫০) কুমারখালী উপজেলার কয়া চাইল্ড হিভেন গার্লস স্কুলের প্রধান শিক্ষক এবং কয়া মালিথাপাড়া গ্রামের মৃত আ. জব্বারের ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় রাতে থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় আজ ভোরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক আবু সালেহ দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরে আসতে নিষেধ করেন। এমন খবর পেয়ে গত সোমবার একজন নারী অভিভাবক প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে যান। সে সময় ওই অভিভাবকের কাছে প্রধান শিক্ষক ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
বিষয়টি জানাজানি হলে গতকাল সকাল থেকে বিভিন্ন এলাকার মানুষ কয়া বাইতুল মামুন জামে মসজিদে একত্রিত হন। সেখানে তারা প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। পরে বেলা ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের শান্ত করেন। এরপর ওই দিন রাতে এনামুল হক নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। আজ ভোরে ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বাদী মো. এনামুল হক আজকের পত্রিকা বলেন, ‘প্রধান শিক্ষক বিদ্যালয়ের সমাবেশে শিক্ষার্থীদের বোরকা পরতে নিষেধ করায় একজন অভিভাবক কারণ জানতে গিয়েছিল। সেসময় প্রধান শিক্ষক ধর্ম নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর শাস্তির দাবিতে থানায় মামলা করেছি।’
অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি করে কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ধর্ম বিরোধী বিভিন্ন মন্তব্য করে আসছিলেন। যা খুবই অন্যায়।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৭ ঘণ্টা আগে