খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় কাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুতের সংযোগ। এর আগে গতকাল বৃহস্পতিবার ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এলাকাগুলো হলো—সার্কিট হাউস, মুন্সীপাড়া, কাষ্টমঘাট, হাজী মুহসীন, নতুনবাজার, টুটপাড়া, দোলখোলা, বাগমারা, ডাকবাংলা ফিডারের আওতাধীন খুলনা রেলওয়ে স্টেশন, স্টেশন রোড, কালীবাড়ী, বড়বাজার, ক্লে রোড, কেসিসি ভবন, সদর হাসপাতাল, ভৈরব স্ট্যান্ড রোড, কেডি ঘোষ রোড, ডিসি অফিস, জজকোর্ট ও জজকোর্ট সংলগ্ন আবাসিক এলাকা।
নগরীর ৫ নম্বর মাছঘাট, শেরেবাংলা রোড, আপার যশোর রোড, খান জাহান আলী রোড, লোয়ার যশোর রোড, স্যার ইকবাল রোড, সিমেট্রি রোড, ধর্মসভা, মির্জাপুর, আহসান আহম্মেদ রোড, বাবু খান রোড, হাজী মুহসীন রোড, মুন্সীপাড়া ১ম, ২য় ও ৩য় গলি, ১ নম্বর ও ২ নম্বর কাস্টম ঘাট, বেড়িবাঁধ, গগন বাবু রোড, নতুন বাজার, ৭ রাস্তা, শিতলাবাড়ী, মৌলভীপাড়া, টিবি বাউন্ডারি রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড, লোহার গেট, পূর্ব বানিয়াখামার, রাস্তার মাথা ও সংলগ্ন আবাসিক এলাকা।
কেডিএ অ্যাভিনিউ, রয়্যাল চত্বর, টুটপাড়া, দিলখোলা রোড, জোড়াকল বাজার, দারোগাপাড়া, তালতলা হাসপাতাল রোড, টুটপাড়া মেইন রোড, মহিড়বাড়ী খালপাড়, ফরিদ মোল্লার মোড়, পশ্চিম টুটপাড়া, মোল্লাবাড়ির মোড় ও সংলগ্ন আবাসিক এলাকা। ইকবাল নগর, পুরাতন সন্ধ্যাবাজার, রায়পাড়া, মুসলমানপাড়া, সফেদাতলা মোড়, গফ্ফারের মোড়, বাগমারা মেইন রোড, মতলেবের মোড়, মিস্ত্রিপাড়া ও সংলগ্ন আবাসিক এলাকা।
এ বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর ময়লাপোঁতা মোড় থেকে জিরো পয়েন্ট মোড় পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে। এ কাজের অংশ হিসাবে রাস্তার দুই পাশের ৩৩ / ১১ / ০.৪ কেভি লাইন শিফটিং কাজের সংযুক্ত শিডিউল মোতাবেক গল্লামারী-সিটি মেইন এবং সেন্ট্রাল-সিটি মেইন ৩৩ কেভি লাইনের কাজ সম্পাদনের জন্য সেন্ট্রাল-সিটি মেইন ৩৩ কেভি লাইন বন্ধ রাখা হবে। এ সময় সিটি মেইন উপকেন্দ্রের ১১ কেভি ৯টি ফিডারের পর্যায়ক্রমে দুই ঘণ্টা চালু থাকার পরে এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় কাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুতের সংযোগ। এর আগে গতকাল বৃহস্পতিবার ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এলাকাগুলো হলো—সার্কিট হাউস, মুন্সীপাড়া, কাষ্টমঘাট, হাজী মুহসীন, নতুনবাজার, টুটপাড়া, দোলখোলা, বাগমারা, ডাকবাংলা ফিডারের আওতাধীন খুলনা রেলওয়ে স্টেশন, স্টেশন রোড, কালীবাড়ী, বড়বাজার, ক্লে রোড, কেসিসি ভবন, সদর হাসপাতাল, ভৈরব স্ট্যান্ড রোড, কেডি ঘোষ রোড, ডিসি অফিস, জজকোর্ট ও জজকোর্ট সংলগ্ন আবাসিক এলাকা।
নগরীর ৫ নম্বর মাছঘাট, শেরেবাংলা রোড, আপার যশোর রোড, খান জাহান আলী রোড, লোয়ার যশোর রোড, স্যার ইকবাল রোড, সিমেট্রি রোড, ধর্মসভা, মির্জাপুর, আহসান আহম্মেদ রোড, বাবু খান রোড, হাজী মুহসীন রোড, মুন্সীপাড়া ১ম, ২য় ও ৩য় গলি, ১ নম্বর ও ২ নম্বর কাস্টম ঘাট, বেড়িবাঁধ, গগন বাবু রোড, নতুন বাজার, ৭ রাস্তা, শিতলাবাড়ী, মৌলভীপাড়া, টিবি বাউন্ডারি রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড, লোহার গেট, পূর্ব বানিয়াখামার, রাস্তার মাথা ও সংলগ্ন আবাসিক এলাকা।
কেডিএ অ্যাভিনিউ, রয়্যাল চত্বর, টুটপাড়া, দিলখোলা রোড, জোড়াকল বাজার, দারোগাপাড়া, তালতলা হাসপাতাল রোড, টুটপাড়া মেইন রোড, মহিড়বাড়ী খালপাড়, ফরিদ মোল্লার মোড়, পশ্চিম টুটপাড়া, মোল্লাবাড়ির মোড় ও সংলগ্ন আবাসিক এলাকা। ইকবাল নগর, পুরাতন সন্ধ্যাবাজার, রায়পাড়া, মুসলমানপাড়া, সফেদাতলা মোড়, গফ্ফারের মোড়, বাগমারা মেইন রোড, মতলেবের মোড়, মিস্ত্রিপাড়া ও সংলগ্ন আবাসিক এলাকা।
এ বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর ময়লাপোঁতা মোড় থেকে জিরো পয়েন্ট মোড় পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে। এ কাজের অংশ হিসাবে রাস্তার দুই পাশের ৩৩ / ১১ / ০.৪ কেভি লাইন শিফটিং কাজের সংযুক্ত শিডিউল মোতাবেক গল্লামারী-সিটি মেইন এবং সেন্ট্রাল-সিটি মেইন ৩৩ কেভি লাইনের কাজ সম্পাদনের জন্য সেন্ট্রাল-সিটি মেইন ৩৩ কেভি লাইন বন্ধ রাখা হবে। এ সময় সিটি মেইন উপকেন্দ্রের ১১ কেভি ৯টি ফিডারের পর্যায়ক্রমে দুই ঘণ্টা চালু থাকার পরে এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
৯ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে