কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ধলনগর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, অর্থ আত্মসাৎ, শহীদ মিনার ও জানালার গ্রিল ভাঙচুরসহ প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। আজ সোমবার এর বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. রাশেদুল হক ২০০৬ সালের বিদ্যালয় ফান্ডের সাড়ে সাত লাখ টাকা আত্মসাৎ করে স্বেচ্ছায় পদ ছেড়ে দেন। গত বছর বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ার পর থেকে তিনি শ্রেণিকক্ষে ময়লা-আবর্জনা ফেলে রাখা, জানালার গ্রিলকাটা, শিক্ষার্থীদের বিদ্যালয়ের যাওয়া-আসায় প্রতিবন্ধকতা সৃষ্টি, বিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তিতে বাধা প্রদানসহ নানা অপকর্ম চালিয়ে আসছেন।’
তাঁরা আরও বলেন, ‘গত শনিবার দুপুরে সাবেক সভাপতির নির্দেশে বিদ্যালয়ের শহীদ মিনারের মাঝখানের লাল বৃত্তের একাংশ ভেঙে ফেলা হয়েছে।’ তাঁরা বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দোষীদের শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক তানিয়া সুলতানা, সহকারী শিক্ষক হাসিবুল আলম ও ছাত্রী সাথী খাতুন।
তবে অভিযোগ অস্বীকার করে সাবেক সভাপতি মো. রাশেদুল হক আজকের পত্রিকাকে বলেন, তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি। নিজ হাতে গড়ে তুলেছেন বিদ্যালয়টি। কিন্তু প্রধান শিক্ষক ও বর্তমান সভাপতি রোকন মিয়া ষড়যন্ত্র করে তাঁকে কমিটি থেকে বাদ দিয়েছেন।
তিনি আরও বলেন, তাঁকে বাদ দিয়ে দায়িত্বে থাকাকালীন তাঁর স্বাক্ষর জাল করে বর্তমান প্রধান শিক্ষক-সভাপতি চারজনকে নিয়োগ দিয়েছেন। নিয়োগে লাখ লাখ টাকা বাণিজ্য করেছেন। এ নিয়ে তিনি বিভিন্ন জায়গা লিখিত অভিযোগ দিয়েছেন। সে জন্য তাঁকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের বর্তমান সভাপতি মো. রোকন মিয়া বাবলুকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুজ্জামান তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘এমপিওভুক্ত হওয়ার পর বিদ্যালয় নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। প্রশাসন সঠিক তদন্ত করলেই প্রকৃত ঘটনা বের হবে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন আজকের পত্রিকাকে বলেন, বিদ্যালয়ে নিয়োগ-বাণিজ্য নিয়ে বর্তমান ও সাবেক সভাপতি বিরোধ চলছে। একপক্ষ আরেক পক্ষকে ফাঁসাতে শহীদ মিনার নিয়ে ষড়যন্ত্র করতে পারে। বিষয়টি ক্ষতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়ার কুমারখালীতে ধলনগর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, অর্থ আত্মসাৎ, শহীদ মিনার ও জানালার গ্রিল ভাঙচুরসহ প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। আজ সোমবার এর বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. রাশেদুল হক ২০০৬ সালের বিদ্যালয় ফান্ডের সাড়ে সাত লাখ টাকা আত্মসাৎ করে স্বেচ্ছায় পদ ছেড়ে দেন। গত বছর বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ার পর থেকে তিনি শ্রেণিকক্ষে ময়লা-আবর্জনা ফেলে রাখা, জানালার গ্রিলকাটা, শিক্ষার্থীদের বিদ্যালয়ের যাওয়া-আসায় প্রতিবন্ধকতা সৃষ্টি, বিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তিতে বাধা প্রদানসহ নানা অপকর্ম চালিয়ে আসছেন।’
তাঁরা আরও বলেন, ‘গত শনিবার দুপুরে সাবেক সভাপতির নির্দেশে বিদ্যালয়ের শহীদ মিনারের মাঝখানের লাল বৃত্তের একাংশ ভেঙে ফেলা হয়েছে।’ তাঁরা বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দোষীদের শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক তানিয়া সুলতানা, সহকারী শিক্ষক হাসিবুল আলম ও ছাত্রী সাথী খাতুন।
তবে অভিযোগ অস্বীকার করে সাবেক সভাপতি মো. রাশেদুল হক আজকের পত্রিকাকে বলেন, তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি। নিজ হাতে গড়ে তুলেছেন বিদ্যালয়টি। কিন্তু প্রধান শিক্ষক ও বর্তমান সভাপতি রোকন মিয়া ষড়যন্ত্র করে তাঁকে কমিটি থেকে বাদ দিয়েছেন।
তিনি আরও বলেন, তাঁকে বাদ দিয়ে দায়িত্বে থাকাকালীন তাঁর স্বাক্ষর জাল করে বর্তমান প্রধান শিক্ষক-সভাপতি চারজনকে নিয়োগ দিয়েছেন। নিয়োগে লাখ লাখ টাকা বাণিজ্য করেছেন। এ নিয়ে তিনি বিভিন্ন জায়গা লিখিত অভিযোগ দিয়েছেন। সে জন্য তাঁকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের বর্তমান সভাপতি মো. রোকন মিয়া বাবলুকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুজ্জামান তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘এমপিওভুক্ত হওয়ার পর বিদ্যালয় নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। প্রশাসন সঠিক তদন্ত করলেই প্রকৃত ঘটনা বের হবে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন আজকের পত্রিকাকে বলেন, বিদ্যালয়ে নিয়োগ-বাণিজ্য নিয়ে বর্তমান ও সাবেক সভাপতি বিরোধ চলছে। একপক্ষ আরেক পক্ষকে ফাঁসাতে শহীদ মিনার নিয়ে ষড়যন্ত্র করতে পারে। বিষয়টি ক্ষতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩১ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩৫ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে