যশোর প্রতিনিধি

যশোর সদরে দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে মেহেদি হাসান (২৪) নামের এক মাংস বিক্রেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার রুপদিয়া বাজারে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় মাংস ব্যবসায়ীকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত মেহেদি কচুয়া গ্রামের রাজ্জাক শরিফের ছেলে।
এ ঘটনায় আজ বুধবার দুপুরে আহতের মা খালেদা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনকে আসামি করে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেছেন। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে মামলা রেকর্ড করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত অভিযোগে বলা হয়, সদর উপজেলার রুপদিয়া বাজারে দীর্ঘদিন মাংসের ব্যবসা করে আসছিলেন মেহেদি হাসান। দুই মাস আগে মেহেদির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ। ব্যবসা চালিয়ে যাওয়ার স্বার্থে ইউপি চেয়ারম্যানকে ৩ লাখ ২০ হাজার টাকা দেন মেহেদি। বাকি টাকা দেওয়ার জন্য ১০ এপ্রিল চেয়ারম্যানের পক্ষ থেকে তাঁকে চাপ দেওয়া হয়।
আরও টাকা দিতে অপারগতা জানালে গতকালর রাতে চেয়ারম্যান রাজুর নেতৃত্বে ১৫-১৬ জন মেহেদির মাংসের দোকানে এসে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ধারালো দা দিয়ে মেহেদির শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।
এ ছাড়া কয়েকজন রড দিয়ে এলোপাতাড়ি মারধর এবং মেহেদির কাছে থাকা ২ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে পালিয়ে যায়। পরে চিৎকার করলে অন্য দোকানিরা মেহেদিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করান।
চাঁদার বিষয়ে স্থানীয় ফাঁড়িকে অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ মেহেদির। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান রাজুর নম্বরে কয়েক দফা ফোন করলেও বন্ধ পাওয়া যায়।
যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক শফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শুনেছি। ভুক্তভোগীর স্বজনেরা অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

যশোর সদরে দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে মেহেদি হাসান (২৪) নামের এক মাংস বিক্রেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার রুপদিয়া বাজারে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় মাংস ব্যবসায়ীকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত মেহেদি কচুয়া গ্রামের রাজ্জাক শরিফের ছেলে।
এ ঘটনায় আজ বুধবার দুপুরে আহতের মা খালেদা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনকে আসামি করে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেছেন। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে মামলা রেকর্ড করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত অভিযোগে বলা হয়, সদর উপজেলার রুপদিয়া বাজারে দীর্ঘদিন মাংসের ব্যবসা করে আসছিলেন মেহেদি হাসান। দুই মাস আগে মেহেদির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ। ব্যবসা চালিয়ে যাওয়ার স্বার্থে ইউপি চেয়ারম্যানকে ৩ লাখ ২০ হাজার টাকা দেন মেহেদি। বাকি টাকা দেওয়ার জন্য ১০ এপ্রিল চেয়ারম্যানের পক্ষ থেকে তাঁকে চাপ দেওয়া হয়।
আরও টাকা দিতে অপারগতা জানালে গতকালর রাতে চেয়ারম্যান রাজুর নেতৃত্বে ১৫-১৬ জন মেহেদির মাংসের দোকানে এসে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ধারালো দা দিয়ে মেহেদির শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।
এ ছাড়া কয়েকজন রড দিয়ে এলোপাতাড়ি মারধর এবং মেহেদির কাছে থাকা ২ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে পালিয়ে যায়। পরে চিৎকার করলে অন্য দোকানিরা মেহেদিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করান।
চাঁদার বিষয়ে স্থানীয় ফাঁড়িকে অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ মেহেদির। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান রাজুর নম্বরে কয়েক দফা ফোন করলেও বন্ধ পাওয়া যায়।
যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক শফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শুনেছি। ভুক্তভোগীর স্বজনেরা অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
৪ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১৫ মিনিট আগে
ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
১৮ মিনিট আগে