
দুই যুবককে আটক করে থানায় নিয়ে পিটিয়ে একজনের হাত ভেঙে দিয়েছে যশোরের মনিরামপুর থানার পুলিশ। পরে ওই যুবককে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আটক যুবকদের পরিবারের দাবি, সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। তবে পুলিশ বলছে, সরকারি সম্পদ নষ্টের অভিযোগে থানায় মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন উপজেলার গোপালপুর গ্রামের বেলালুর রহমান (২৮) ও মাছনা গ্রামের ইকবাল হোসেন। এর মধ্যে বেলালুর রহমানের বাঁ হাত ভেঙে গেছে।
এ বিষয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার অনুপ বসু আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে বেলালুরকে হাসপাতালে আনে পুলিশ। রোগীর বাঁ হাত ফোলা ছিল। আমরা হাতের এক্স-রে করাতে বলেছি। প্রাথমিক চিকিৎসা হিসেবে হাত ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে।’
অন্যদিকে আটক দুই যুবককে মারধরের খবর ছড়িয়ে পড়লে আজ শুক্রবার দুপুরে তাঁদের স্বজনসহ শতাধিক ক্ষুব্ধ লোক থানা চত্বরে অবস্থান নেন। পরে পুলিশের বাধার মুখে তাঁরা থানার ফটকে অবস্থান নেন।
আটক দুই যুবকের পরিবারের দাবি, মিথ্যা অভিযোগে সন্দেহের বশে পুলিশ তাঁদের ধরে নিয়ে নির্যাতন করেছে। শুক্রবার বেলা ১১টার দিকে থানার পরিদর্শক (তদন্ত) পলাশ কুমারের কক্ষে ঢুকিয়ে দরজা আটকে বেলালুরকে মারধর করা হয়েছে। পলাশ কুমার নিজে ওকে পিটিয়েছেন। এতে বেলালুরের বাঁ হাত ভেঙে গেছে।
অভিযোগের বিষয়ে মন্তব্য নিতে একাধিকবার পরিদর্শক (তদন্ত) পলাশ কুমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
আটক বেলালুরের ছোট ভাই বোরহানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার রাত ২টার দিকে আমার ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে পুলিশ। কেন নিচ্ছে, জানতে চাইলে আমাকেও ধরে আনার হুমকি দেয় তারা।’
তিনি আরও বলেন, ‘আজ (শুক্রবার) সকালে থানায় গিয়ে ভাইকে ছাড়াতে পারিনি। দুপুরে শুনি ভাইকে মেরে হাত ভেঙে দিয়েছে। তাকে মনিরামপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ওর বাঁ পায়েও অনেক আঘাতের চিহ্ন রয়েছে।’
বোরহানুর রহমান বলেন, ‘আমার ভাই ঢাকায় লেখাপড়া করার সময় ছাত্রলীগ করতেন। তিন-চার বছর হবে লেখাপড়া শেষ করে তিনি এলাকায় এসেছেন। গত ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে ভাই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন। কে বা কারা স্বপন ভট্টাচার্যের ছবিতে কালি লেপে দিয়েছে। পুলিশ এখন আমার ভাইকে সন্দেহ করে ধরে এনে নির্যাতন করেছে।’
আহত বেলালুরের বাবা নূর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গোপালপুর বাজারের ঘুঘুদা সড়কে বারের ওপরে দুই পাশে স্বপন ভট্টাচার্যের ছবি সাঁটা আছে। ঈদের আগের দিন রাতে সেই ছবিতে কালি দেওয়ার অভিযোগে সন্দেহমূলকভাবে আমার ছেলেকে ধরে নিয়ে আসে পুলিশ। আমরা আজ সকাল থেকে থানায় ছিলাম। দুপুরে জুমার নামাজের সময় আমরা নামাজে গেলে ওরে খুব মারপিট করেছে পুলিশ।’
গ্রেপ্তার হওয়া অপর যুবক ইকবাল হোসেনের বাবা তরিকুল গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মাছনা ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমার ছেলে কোনো রাজনীতি করে না। সাতনল বাজারে ওর চায়ের দোকান আছে। সেখান থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওরে অন্যায়ভাবে ধরে এনে মারধর করেছে পুলিশ।’
এ বিষয়ে খানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘স্বপন ভট্টাচার্যের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগে সন্দেহ করে পুলিশ বেলাল ও ইকবালকে ধরে এনেছে। থানায় এনে পুলিশ ওদের মারধর করেছে। এতে বেলালুরের একটি হাত ভেঙে গেছে।’
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘মারধরের অভিযোগ সত্য নয়। আটক দুই যুবকের বিরুদ্ধে সরকারি সম্পদ নষ্টের অভিযোগে মামলা হয়েছে।’

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩ ঘণ্টা আগে