Ajker Patrika

খুলনা বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল নোটিশ বোর্ড চালু 

খুবি প্রতিনিধি
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ৩৩
খুলনা বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল নোটিশ বোর্ড চালু 

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হয়েছে। প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের প্রবেশদ্বারে কেন্দ্রীয় ডেসপাসে এই নোটিশ বোর্ড স্থাপন করা হয়। গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক মো. রেজাউল করিম নোটিশ বোর্ডের উদ্বোধন করেন। 

এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে রেজাউল করিম বলেন, ‘কেন্দ্রীয় ডেসপাসের এই মনিটরকে ডিজিটাল নোটিশ বোর্ড হিসেবে ব্যবহার করা হবে। এখানে সব ধরনের নোটিশ প্রদর্শিত হবে। প্রথম প্রশাসনিক ভবনে এটি শুরু হলেও পর্যায়ক্রমে তিনটি একাডেমিক ভবনের প্রবেশমুখে এ রকম ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ভবনগুলোর ডিনদের উদ্যোগী হতে হবে।’ 

রেজাউল করিম আরও বলেন, ‘সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পৃথিবী প্রযুক্তিনির্ভর হচ্ছে। ফলে সর্বত্রই ডিজিটালাইজেশনের ছোঁয়া লাগছে। খুলনা বিশ্ববিদ্যালয়ও এ রকম প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী চিন্তা-ভাবনা নিয়ে এগিয়ে যাবে। তিনি স্বল্প সময়ে এ কাজ সম্পন্নের জন্য আইসিটি সেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।’ 

এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং শিক্ষা স্কুলের ডিন অধ্যাপক কামরুল হাসান তালুকদার, জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক আবুল কালাম আজাদ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন আব্দুল্লাহ আবুসাঈদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন অধ্যাপক মো. শাহজাহান কবীর, চারুকলা স্কুলের ডিন অধ্যাপক নিহার রঞ্জন সিংহ, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন (চলতি দায়িত্ব) অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান এবং আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মো. আইনুল মঈন নূর। 

এর আগে, গতকাল সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক মো. রেজাউল করিম। এ সময় খুবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিতে আরও বেশি যত্নবান হতে মেডিকেল সেন্টারের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত