Ajker Patrika

ভাড়াটে খুনিদের দিয়ে দলিল লেখককে হত্যা, গ্রেপ্তার ১ 

খুলনা প্রতিনিধি
ভাড়াটে খুনিদের দিয়ে দলিল লেখককে হত্যা, গ্রেপ্তার ১ 

খুলনায় দলিল লেখক জাকির হোসেন হত্যা মামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাহাউদ্দিন খন্দকার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার দুপুরে পিবিআইয়ের খুলনা দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান। এর আগে গতকাল সোমবার রাতে তাঁকে খুলনার বয়রা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

পিবিআই সূত্রে জানা যায়, ওই হত্যাকাণ্ডের ২ দিন আগে বাহাউদ্দিন খন্দকার নেপালে চলে যায়। হত্যাকাণ্ডের ৫ দিন পর আবার দেশে ফিরে আসেন। ভাড়াটে খুনিদের দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। 

মামলা প্রতিবেদনে জানা গেছে, ২০১২ সালের ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেসিসি মার্কেটে দলিল লেখক সমিতির সভাপতি জাকির হোসেনকে নিজ চেম্বারের সামনে দু’ব্যক্তি পিস্তল দিয়ে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রায় ৭ বছর পর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। 

এরপর বাদীর নারাজি আবেদনের প্রেক্ষিতে ২০১৯ সালে আদালত পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দেয়। এজাহারে নাম না থাকলেও তদন্তকালে পিবিআই বাহাউদ্দিনকে হত্যার মূল পরিকল্পনাকারী বলে চিহ্নিত করে। 

সৈয়দ মোসফিকুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে হত্যার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত