নড়াইল প্রতিনিধি
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫২তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে শাহাদতবার্ষিকী পালিত হয়।
নড়াইল সদরের নূর মোহাম্মদ নগরে (সাবেক মহিষখোলা গ্রাম) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের আয়োজনে কোরআনখানি, শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র সালাম, কুইজ প্রতিযোগিতা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জীবনী ও কর্ম নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থ ও অসহায়দের মধ্যে তোবারক বিতরণ করা হয়েছে।
শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে নড়াইল জেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন।
এ সময় পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করে। এর আগে একটি শোকযাত্রা বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর চত্বর থেকে শুরু হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
নূর মোহম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সদস্যসচিব ও চণ্ডীবরপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতীশীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে শেখ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, নূর মোহম্মদ শেখের পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫২তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে শাহাদতবার্ষিকী পালিত হয়।
নড়াইল সদরের নূর মোহাম্মদ নগরে (সাবেক মহিষখোলা গ্রাম) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের আয়োজনে কোরআনখানি, শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র সালাম, কুইজ প্রতিযোগিতা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জীবনী ও কর্ম নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থ ও অসহায়দের মধ্যে তোবারক বিতরণ করা হয়েছে।
শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে নড়াইল জেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন।
এ সময় পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করে। এর আগে একটি শোকযাত্রা বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর চত্বর থেকে শুরু হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
নূর মোহম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সদস্যসচিব ও চণ্ডীবরপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতীশীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে শেখ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, নূর মোহম্মদ শেখের পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম নগরের কাপাসগোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত রিকশা মা ও ছয় মাস বয়সী শিশুসহ নালায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাকে উদ্ধার করা গেলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও চসিকের কর্মীরা কাজ করছে।
১৬ মিনিট আগেখুলনায় পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে মারধর, চাঁদাবাজির ঘটনায় সুন্দরবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সান্নু ইসলাম সালাহউদ্দিনসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ভুক্তভোগী ইখতিয়ার উদ্দিন সুমন নগরীর সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন। এ মামলায় আজ শুক্রবার তাঁদের গ্রেপ্তার দেখিয়ে
৩৫ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার দাদাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর কাঙ্গালুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিন আরাফাত ও মো. নিরবের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ২-৩ জনের
৩৭ মিনিট আগেরাজশাহী মহানগরীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম হোসেনকে খুনের ঘটনার মাস্টারমাইন্ড নান্টু ও তাঁর সহযোগীদের সম্পর্কে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, নান্টু তাঁর দ্বিতীয় স্ত্রীর করা নারী নির্যাতন মামলার আসামি। এ ছাড়া মামলার অন্য আসামিরা মাদক বিক্রেতা ও সেবনকারী। এদিকে হত্যার ঘটনা
১ ঘণ্টা আগে