Ajker Patrika

বাগেরহাটে নাশকতার মামলায় যুবদলের সম্পাদক কারাগারে

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৯: ১১
বাগেরহাটে নাশকতার মামলায় যুবদলের সম্পাদক কারাগারে

নাশকতার মামলায় বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ২৮ মার্চ দায়ের করা একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আছাদুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের খারদ্বার এলাকার নিজ বাড়ি থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজনকে গ্রেপ্তার করা হয়। 

জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মোরেলগঞ্জ থানার একটি নাশকতা মামলায় সুজা উদ্দিন মোল্লা সুজনকে (৪২) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগে একাধিক মামলা তদন্ত ও আদালতে বিচারাধীন রয়েছে।’ 

এদিকে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে দাবি করে সুজন মোল্লার ভাইয়ের ছেলে আতিকুর রহমান রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘সুজা উদ্দিন মোল্লা সুজনের নামে যেসব মামলা রয়েছে, তার প্রত্যেকটিতে তিনি জামিনে রয়েছেন। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অতি দ্রুত চাচার মুক্তি চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত