
যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলীর ঈগল প্রতীকের দুই কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। আজ রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন—হেলাঞ্চি সাগরা গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সাধন কুমার ও মশিয়ার রহমান। সাধন কুমার ওই কেন্দ্রের ঈগল প্রতীকের সমন্বয় হিসেবে কাজ করছিলেন।
এদিকে এ ঘটনার পরপরই র্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলার ঘটনা অস্বীকার করেছেন নৌকার কর্মীরা।
আহত ইউপি সদস্য সাধন কুমার বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রে ভোটার স্লিপ আনতে গেলে নৌকার প্রার্থীর সমর্থক স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহর ভাই হাবিবুর রহমান ও হাফিজুর রহমানের ভাই মাহাবুর রহমান মনু এসে আমাকে গালি দেন। তখন তাঁদের সঙ্গে থাকা এক যুবক কোমরে গুঁজে রাখা চাইনিজ কুড়াল বের করে আমার ডান বাহুতে কোপ দেন।’
সাধন কুমার বলেন, ‘এর আগে তারা ইগলের সমর্থক মশিয়ার রহমানকে বাম হাতে কুপিয়ে আহত করেছে। স্থানীয় আব্বাস আলী ও হাফিজুর রহমান হামলার শিকার হয়ে কেন্দ্র ছেড়ে গেছে।’
এদিকে সকাল ১০টায় হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কেন্দ্রের বাইরে বিপুলসংখ্যক র্যাব সদস্যকে দেখা গেছে। কেন্দ্রের ভেতরে ভোটারের কোনো লাইন দেখা যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ বলেন, ‘সকালে একটু ঠেলাঠেলি হয়েছে শুনেছি।’
হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এনামুল হাসান বলেন, ভোটকেন্দ্রের ভেতরে কোনো ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবে ভোট গ্রহণ চলছে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘রক্তাক্ত দুজনের মধ্যে সাধন কুমারকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেছেন স্বজনেরা। অপরজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ‘কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলীর ঈগল প্রতীকের দুই কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। আজ রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন—হেলাঞ্চি সাগরা গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সাধন কুমার ও মশিয়ার রহমান। সাধন কুমার ওই কেন্দ্রের ঈগল প্রতীকের সমন্বয় হিসেবে কাজ করছিলেন।
এদিকে এ ঘটনার পরপরই র্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলার ঘটনা অস্বীকার করেছেন নৌকার কর্মীরা।
আহত ইউপি সদস্য সাধন কুমার বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রে ভোটার স্লিপ আনতে গেলে নৌকার প্রার্থীর সমর্থক স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহর ভাই হাবিবুর রহমান ও হাফিজুর রহমানের ভাই মাহাবুর রহমান মনু এসে আমাকে গালি দেন। তখন তাঁদের সঙ্গে থাকা এক যুবক কোমরে গুঁজে রাখা চাইনিজ কুড়াল বের করে আমার ডান বাহুতে কোপ দেন।’
সাধন কুমার বলেন, ‘এর আগে তারা ইগলের সমর্থক মশিয়ার রহমানকে বাম হাতে কুপিয়ে আহত করেছে। স্থানীয় আব্বাস আলী ও হাফিজুর রহমান হামলার শিকার হয়ে কেন্দ্র ছেড়ে গেছে।’
এদিকে সকাল ১০টায় হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কেন্দ্রের বাইরে বিপুলসংখ্যক র্যাব সদস্যকে দেখা গেছে। কেন্দ্রের ভেতরে ভোটারের কোনো লাইন দেখা যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ বলেন, ‘সকালে একটু ঠেলাঠেলি হয়েছে শুনেছি।’
হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এনামুল হাসান বলেন, ভোটকেন্দ্রের ভেতরে কোনো ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবে ভোট গ্রহণ চলছে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘রক্তাক্ত দুজনের মধ্যে সাধন কুমারকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেছেন স্বজনেরা। অপরজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ‘কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে