
যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলীর ঈগল প্রতীকের দুই কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। আজ রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন—হেলাঞ্চি সাগরা গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সাধন কুমার ও মশিয়ার রহমান। সাধন কুমার ওই কেন্দ্রের ঈগল প্রতীকের সমন্বয় হিসেবে কাজ করছিলেন।
এদিকে এ ঘটনার পরপরই র্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলার ঘটনা অস্বীকার করেছেন নৌকার কর্মীরা।
আহত ইউপি সদস্য সাধন কুমার বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রে ভোটার স্লিপ আনতে গেলে নৌকার প্রার্থীর সমর্থক স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহর ভাই হাবিবুর রহমান ও হাফিজুর রহমানের ভাই মাহাবুর রহমান মনু এসে আমাকে গালি দেন। তখন তাঁদের সঙ্গে থাকা এক যুবক কোমরে গুঁজে রাখা চাইনিজ কুড়াল বের করে আমার ডান বাহুতে কোপ দেন।’
সাধন কুমার বলেন, ‘এর আগে তারা ইগলের সমর্থক মশিয়ার রহমানকে বাম হাতে কুপিয়ে আহত করেছে। স্থানীয় আব্বাস আলী ও হাফিজুর রহমান হামলার শিকার হয়ে কেন্দ্র ছেড়ে গেছে।’
এদিকে সকাল ১০টায় হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কেন্দ্রের বাইরে বিপুলসংখ্যক র্যাব সদস্যকে দেখা গেছে। কেন্দ্রের ভেতরে ভোটারের কোনো লাইন দেখা যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ বলেন, ‘সকালে একটু ঠেলাঠেলি হয়েছে শুনেছি।’
হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এনামুল হাসান বলেন, ভোটকেন্দ্রের ভেতরে কোনো ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবে ভোট গ্রহণ চলছে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘রক্তাক্ত দুজনের মধ্যে সাধন কুমারকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেছেন স্বজনেরা। অপরজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ‘কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলীর ঈগল প্রতীকের দুই কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। আজ রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন—হেলাঞ্চি সাগরা গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সাধন কুমার ও মশিয়ার রহমান। সাধন কুমার ওই কেন্দ্রের ঈগল প্রতীকের সমন্বয় হিসেবে কাজ করছিলেন।
এদিকে এ ঘটনার পরপরই র্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলার ঘটনা অস্বীকার করেছেন নৌকার কর্মীরা।
আহত ইউপি সদস্য সাধন কুমার বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রে ভোটার স্লিপ আনতে গেলে নৌকার প্রার্থীর সমর্থক স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহর ভাই হাবিবুর রহমান ও হাফিজুর রহমানের ভাই মাহাবুর রহমান মনু এসে আমাকে গালি দেন। তখন তাঁদের সঙ্গে থাকা এক যুবক কোমরে গুঁজে রাখা চাইনিজ কুড়াল বের করে আমার ডান বাহুতে কোপ দেন।’
সাধন কুমার বলেন, ‘এর আগে তারা ইগলের সমর্থক মশিয়ার রহমানকে বাম হাতে কুপিয়ে আহত করেছে। স্থানীয় আব্বাস আলী ও হাফিজুর রহমান হামলার শিকার হয়ে কেন্দ্র ছেড়ে গেছে।’
এদিকে সকাল ১০টায় হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কেন্দ্রের বাইরে বিপুলসংখ্যক র্যাব সদস্যকে দেখা গেছে। কেন্দ্রের ভেতরে ভোটারের কোনো লাইন দেখা যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ বলেন, ‘সকালে একটু ঠেলাঠেলি হয়েছে শুনেছি।’
হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এনামুল হাসান বলেন, ভোটকেন্দ্রের ভেতরে কোনো ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবে ভোট গ্রহণ চলছে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘রক্তাক্ত দুজনের মধ্যে সাধন কুমারকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেছেন স্বজনেরা। অপরজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ‘কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৩৫ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে