খুলনা প্রতিনিধি

রাত থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে খুলনা মহানগরীর অধিকাংশ সড়ক ও অলিগলির রাস্তাঘাট। বৃষ্টিতে অলিগলিগুলো ছাড়াও প্রধান প্রধান সড়কগুলো পানিতে থই থই করছে। অধিকাংশ বাড়ি ও দোকানপাটের নিচতলা ডুবে গেছে।
গতকাল সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি আজ মঙ্গলবার থেমে থেমে চলছে। দুপুর পর্যন্ত বৃষ্টিতে অধিকাংশ সড়কে হাঁটুপানি জমেছে। সড়কগুলো ডুবে যাওয়ায় কোথাও কোথাও যানবাহন আটকা পড়েছে। ফলে যানজটে পড়তে হচ্ছে নগরবাসীকে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনায় এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
খুলনা শহরের অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর মধ্যে রয়্যাল মোড়, বাইতিপাড়া, খানজাহান আলী সড়ক, শামসুর রাহমান রোড, আহসান আহমেদ রোড, বাস্তুহারা, চানমারী, লবণচরা, টুটপাড়া, মিস্ত্রিপাড়াসহ বেশ কিছু নিম্নাঞ্চল রয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষ বিশেষ করে কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষেরা চরম দুর্ভোগে পড়েছে।
সাত রাস্তা মোড়ের বাসিন্দা মোল্লা হাসান আলী বলেন, বৃষ্টিতে ঘরে পানি ওঠার উপক্রম হয়েছে। এলাকায় সড়ক সংস্কার ও ড্রেনেজ উন্নয়নে কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে বৃষ্টি হলেই দুর্ভোগ বাড়ে এলাকার বাসিন্দাদের। উন্নয়নকাজের কারণে সড়কের বিভিন্ন অংশ দীর্ঘ সময় ধরে সরু রাখা হচ্ছে, ফলে যান চলাচলে দেখা দিচ্ছে প্রতিবন্ধকতা। এতে বাড়ছে যানজট ও জনদুর্ভোগ। এরই মধ্যে যুক্ত হয়েছে বৃষ্টি আর জলাবদ্ধতা।
খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান বলেন, গতকাল দুপুর ১২টা থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত খুলনায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটা এ বছরের সর্বোচ্চ বৃষ্টি।

রাত থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে খুলনা মহানগরীর অধিকাংশ সড়ক ও অলিগলির রাস্তাঘাট। বৃষ্টিতে অলিগলিগুলো ছাড়াও প্রধান প্রধান সড়কগুলো পানিতে থই থই করছে। অধিকাংশ বাড়ি ও দোকানপাটের নিচতলা ডুবে গেছে।
গতকাল সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি আজ মঙ্গলবার থেমে থেমে চলছে। দুপুর পর্যন্ত বৃষ্টিতে অধিকাংশ সড়কে হাঁটুপানি জমেছে। সড়কগুলো ডুবে যাওয়ায় কোথাও কোথাও যানবাহন আটকা পড়েছে। ফলে যানজটে পড়তে হচ্ছে নগরবাসীকে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনায় এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
খুলনা শহরের অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর মধ্যে রয়্যাল মোড়, বাইতিপাড়া, খানজাহান আলী সড়ক, শামসুর রাহমান রোড, আহসান আহমেদ রোড, বাস্তুহারা, চানমারী, লবণচরা, টুটপাড়া, মিস্ত্রিপাড়াসহ বেশ কিছু নিম্নাঞ্চল রয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষ বিশেষ করে কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষেরা চরম দুর্ভোগে পড়েছে।
সাত রাস্তা মোড়ের বাসিন্দা মোল্লা হাসান আলী বলেন, বৃষ্টিতে ঘরে পানি ওঠার উপক্রম হয়েছে। এলাকায় সড়ক সংস্কার ও ড্রেনেজ উন্নয়নে কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে বৃষ্টি হলেই দুর্ভোগ বাড়ে এলাকার বাসিন্দাদের। উন্নয়নকাজের কারণে সড়কের বিভিন্ন অংশ দীর্ঘ সময় ধরে সরু রাখা হচ্ছে, ফলে যান চলাচলে দেখা দিচ্ছে প্রতিবন্ধকতা। এতে বাড়ছে যানজট ও জনদুর্ভোগ। এরই মধ্যে যুক্ত হয়েছে বৃষ্টি আর জলাবদ্ধতা।
খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান বলেন, গতকাল দুপুর ১২টা থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত খুলনায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটা এ বছরের সর্বোচ্চ বৃষ্টি।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৬ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৬ ঘণ্টা আগে