গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার মাঠগুলো দেখে মনে হবে যেন হলুদ গালিচা পেতে রেখেছে কেউ। সরিষা ফুলের মধু সংগ্রহে মৌমাছিরা যেমন ব্যস্ত, তেমনি এর সৌন্দর্য উপভোগ করতে আসছে মানুষ। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গাংনীতে সরিষার চাষও বেড়েছে গত বছরের তুলনায়। এটি ছাড়িয়ে গেছে লক্ষ্যমাত্রাও।
সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে কথা হয় চাষিদের সঙ্গে। জোড়পুকুরিয়া মাঠের সরিষাচাষি আক্কাস আলী বলেন, তেলের দাম বাড়ে বেশি, কমে কম। যেসব জিনিসপত্রের দাম বাড়ে, তা আর কমে না বললেই চলে। তাই অন্যান্য ফসলের সঙ্গে সরিষার চাষ করছি। বছরে যদি তেল কেনা না লাগে, তাহলে অনেক খরচ বেঁচে যাবে।
তিনি আরও বলেন, সরিষা থেকে তেল, গবাদিপশুর খাবার হিসেবে খৈল হয়। এছাড়া সবুজ পাতা শাক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। মাঠে পর্যাপ্ত পরিমাণে সরিষার চাষ হয়েছে। প্রত্যেক চাষির উচিত খাদ্যশস্যসহ যেসব দ্রব্যের দাম বাড়ে, সেগুলো আবাদ করা। গত বছরের চেয়ে এবার সরিষার চাষ বেড়েছে।
তেরাইল মাঠের সরিষাচাষি আরফান আলী বলেন, সয়াবিন তেলের দাম কখনো বাড়ছে, আবার কখনো কমছে। এখন দাম বেশি। অধিকাংশ মানুষ তেল কিনতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে। কারণ একটি ছোট পরিবারে মাসে সর্বনিম্ন রান্না করার জন্য পাঁচ লিটার তেল লাগে। সয়াবিন তেল যাতে কিনতে না হয়, সে জন্য সরিষার আবাদ করেছি। রান্নায় সয়াবিনের জায়গায় সরিষার তেল ব্যবহার করা যাবে। উপজেলায় অনেক চাষি সরিষার আবাদ করছে।
সরিষার হলুদ রাজ্য দেখত আসা মো. আরিফুল ইসলাম বলেন, জোড়পুকুরিয়া মাঠটি সরিষা ফুলে পরিপূর্ণ, দেখতে অসাধারণ লাগছে। স্ত্রী ও কন্যার ছবি তুললাম।
দেবীপুর গ্রামের ব্যবসায়ী মো. রোকনুজ্জামান বলেন, ‘বর্তমানে সাদা ও লাল সরিষার বাজারদর ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা মণ। আগের চেয়ে সরিষার চাষ বেড়েছে। আশা করছি চাষিরা চলতি বছর দাম ভালো পাবেন।’
গাংনী উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলায় চলতি মৌসুমে ৩ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ৭০০ হেক্টর। গত বছর ২ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, গত বছরের তুলনায় চলতি মৌসুমে সরিষার চাষ বেড়েছে। অনুকূল আবহাওয়া ও দাম ভালো থাকলে কৃষকেরা লাভবান হবেন। কৃষি অফিস চাষিদের সঙ্গে সার্বিক যোগাযোগ রাখছে।

মেহেরপুরের গাংনী উপজেলার মাঠগুলো দেখে মনে হবে যেন হলুদ গালিচা পেতে রেখেছে কেউ। সরিষা ফুলের মধু সংগ্রহে মৌমাছিরা যেমন ব্যস্ত, তেমনি এর সৌন্দর্য উপভোগ করতে আসছে মানুষ। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গাংনীতে সরিষার চাষও বেড়েছে গত বছরের তুলনায়। এটি ছাড়িয়ে গেছে লক্ষ্যমাত্রাও।
সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে কথা হয় চাষিদের সঙ্গে। জোড়পুকুরিয়া মাঠের সরিষাচাষি আক্কাস আলী বলেন, তেলের দাম বাড়ে বেশি, কমে কম। যেসব জিনিসপত্রের দাম বাড়ে, তা আর কমে না বললেই চলে। তাই অন্যান্য ফসলের সঙ্গে সরিষার চাষ করছি। বছরে যদি তেল কেনা না লাগে, তাহলে অনেক খরচ বেঁচে যাবে।
তিনি আরও বলেন, সরিষা থেকে তেল, গবাদিপশুর খাবার হিসেবে খৈল হয়। এছাড়া সবুজ পাতা শাক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। মাঠে পর্যাপ্ত পরিমাণে সরিষার চাষ হয়েছে। প্রত্যেক চাষির উচিত খাদ্যশস্যসহ যেসব দ্রব্যের দাম বাড়ে, সেগুলো আবাদ করা। গত বছরের চেয়ে এবার সরিষার চাষ বেড়েছে।
তেরাইল মাঠের সরিষাচাষি আরফান আলী বলেন, সয়াবিন তেলের দাম কখনো বাড়ছে, আবার কখনো কমছে। এখন দাম বেশি। অধিকাংশ মানুষ তেল কিনতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে। কারণ একটি ছোট পরিবারে মাসে সর্বনিম্ন রান্না করার জন্য পাঁচ লিটার তেল লাগে। সয়াবিন তেল যাতে কিনতে না হয়, সে জন্য সরিষার আবাদ করেছি। রান্নায় সয়াবিনের জায়গায় সরিষার তেল ব্যবহার করা যাবে। উপজেলায় অনেক চাষি সরিষার আবাদ করছে।
সরিষার হলুদ রাজ্য দেখত আসা মো. আরিফুল ইসলাম বলেন, জোড়পুকুরিয়া মাঠটি সরিষা ফুলে পরিপূর্ণ, দেখতে অসাধারণ লাগছে। স্ত্রী ও কন্যার ছবি তুললাম।
দেবীপুর গ্রামের ব্যবসায়ী মো. রোকনুজ্জামান বলেন, ‘বর্তমানে সাদা ও লাল সরিষার বাজারদর ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা মণ। আগের চেয়ে সরিষার চাষ বেড়েছে। আশা করছি চাষিরা চলতি বছর দাম ভালো পাবেন।’
গাংনী উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলায় চলতি মৌসুমে ৩ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ৭০০ হেক্টর। গত বছর ২ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, গত বছরের তুলনায় চলতি মৌসুমে সরিষার চাষ বেড়েছে। অনুকূল আবহাওয়া ও দাম ভালো থাকলে কৃষকেরা লাভবান হবেন। কৃষি অফিস চাষিদের সঙ্গে সার্বিক যোগাযোগ রাখছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে