Ajker Patrika

ভোলার কলেজছাত্রী ‘প্রেমিকা’কে খুলনায় ডেকে এনে যৌন নিপীড়ন, যুবক গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৬: ১৫
পুলিশের হাতে গ্রেপ্তার শাওন মণ্ডল। ছবি: সংগৃহীত
পুলিশের হাতে গ্রেপ্তার শাওন মণ্ডল। ছবি: সংগৃহীত

ভোলা থেকে ডেকে এনে এক কলেজছাত্রীকে (২১) খুলনার তেরখাদায় যৌন নিপীড়নের মামলায় শাওন মণ্ডল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবারের ওই ঘটনায় মামলা হলে রাতেই শাওনকে গ্রেপ্তার করা হয়। শাওন তেরখাদা উপজেলার কাকদি এলাকার বাসিন্দা।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শাওন মণ্ডলের সঙ্গে মুসলিম ওই কলেজছাত্রীর দুই-তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভোলা থেকে গতকাল সকালে প্রেমিকাকে তেরখাদায় ডেকে আনেন শাওন। ওই মেয়েকে শাওন তাঁর বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে গতকাল দুপুরে এক স্থানে নিয়ে কুপ্রস্তাব দেন এবং যৌনপীড়ন করেন।

ওসি আরও বলেন, মুসলিম ওই তরুণীর স্বজনেরা ভোলা থেকে খুলনা পৌঁছালে গভীর রাতে মামলা করেন। রাতেই শাওন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কলেজছাত্রীকে পরীক্ষার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত