ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় বসুন্ধরাসহ ৮টি প্রতিষ্ঠানের পণ্যের পরিবেশক লাবনী এন্টারপ্রাইজের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল সোমবার দিবাগত রাত ২টায় পরিবেশক ব্যবসায়ী মহসিন আলীর গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোড়ের কৃষি অফিসের সামনে বসুন্ধরাসহ ৮টি কোম্পানির পণ্যের পরিবেশক লাবনী এন্টারপ্রাইজের গোডাউন ছিল। রাত ২টার দিকে হঠাৎ গোডাউন থেকে ধোয়া দেখতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মহসিন আলী বলেন, ‘আমি বসুন্ধরার সমস্ত পণ্যের ডিলার ছিলাম। এ ছাড়াও আরও ৮টি কোম্পানির পণ্যের পরিবেশক। বড় চার রুমের গোডাউনে পণ্য রাখতাম। ঈদের আগে ও পরে ডেলিভারি দিতে বিপুল পরিমাণ মালামাল কোম্পানির কাছ থেকে ওঠানো হয়। এ অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতি আমি কীভাবে কাটিয়ে উঠব? আর কীভাবে আগুন লাগল কিছুই ভেবে পাচ্ছি না।’
ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আজিজুল হক বলেন, ‘রাত দুইটার দিকে উপজেলা মোড়ে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নির্বাপণে সর্বোচ্চ চেষ্টা চালানো হয়। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তের কাছ থেকে জানতে পেরেছি।’

কুষ্টিয়ার ভেড়ামারায় বসুন্ধরাসহ ৮টি প্রতিষ্ঠানের পণ্যের পরিবেশক লাবনী এন্টারপ্রাইজের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল সোমবার দিবাগত রাত ২টায় পরিবেশক ব্যবসায়ী মহসিন আলীর গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোড়ের কৃষি অফিসের সামনে বসুন্ধরাসহ ৮টি কোম্পানির পণ্যের পরিবেশক লাবনী এন্টারপ্রাইজের গোডাউন ছিল। রাত ২টার দিকে হঠাৎ গোডাউন থেকে ধোয়া দেখতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মহসিন আলী বলেন, ‘আমি বসুন্ধরার সমস্ত পণ্যের ডিলার ছিলাম। এ ছাড়াও আরও ৮টি কোম্পানির পণ্যের পরিবেশক। বড় চার রুমের গোডাউনে পণ্য রাখতাম। ঈদের আগে ও পরে ডেলিভারি দিতে বিপুল পরিমাণ মালামাল কোম্পানির কাছ থেকে ওঠানো হয়। এ অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতি আমি কীভাবে কাটিয়ে উঠব? আর কীভাবে আগুন লাগল কিছুই ভেবে পাচ্ছি না।’
ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আজিজুল হক বলেন, ‘রাত দুইটার দিকে উপজেলা মোড়ে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নির্বাপণে সর্বোচ্চ চেষ্টা চালানো হয়। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তের কাছ থেকে জানতে পেরেছি।’

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে