কুষ্টিয়ার ভেড়ামারায় বসুন্ধরাসহ ৮টি প্রতিষ্ঠানের পণ্যের পরিবেশক লাবনী এন্টারপ্রাইজের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল সোমবার দিবাগত রাত ২টায় পরিবেশক ব্যবসায়ী মহসিন আলীর গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোড়ের কৃষি অফিসের সামনে বসুন্ধরাসহ ৮টি কোম্পানির পণ্যের পরিবেশক লাবনী এন্টারপ্রাইজের গোডাউন ছিল। রাত ২টার দিকে হঠাৎ গোডাউন থেকে ধোয়া দেখতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মহসিন আলী বলেন, ‘আমি বসুন্ধরার সমস্ত পণ্যের ডিলার ছিলাম। এ ছাড়াও আরও ৮টি কোম্পানির পণ্যের পরিবেশক। বড় চার রুমের গোডাউনে পণ্য রাখতাম। ঈদের আগে ও পরে ডেলিভারি দিতে বিপুল পরিমাণ মালামাল কোম্পানির কাছ থেকে ওঠানো হয়। এ অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতি আমি কীভাবে কাটিয়ে উঠব? আর কীভাবে আগুন লাগল কিছুই ভেবে পাচ্ছি না।’
ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আজিজুল হক বলেন, ‘রাত দুইটার দিকে উপজেলা মোড়ে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নির্বাপণে সর্বোচ্চ চেষ্টা চালানো হয়। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তের কাছ থেকে জানতে পেরেছি।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২০ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে