ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ইলিয়াস পাটোয়ারী (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার তেঁতুলতলা এলাকার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইলিয়াস পাটোয়ারী চাঁদপুর জেলার কচুয়া থানার নূরপুর গ্রামের মৃত সিদ্দিক পাটোয়ারী ছেলে।
এ বিষয়ে স্কুলশিক্ষক সাইদুর রহমান বলেন, ‘লোকটা বেশ কয়েক মাস ধরে আমাদের স্কুলের আশপাশে ঘোরাঘুরি করত। কারও সঙ্গে তেমন একটা কথাবার্তা বলত না। আজ সকালে রক্তাক্ত অবস্থায় তাকে স্কুলের বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।’
স্থানীয় চা-দোকানি ওহাব আলী বলেন, ‘এই ব্যক্তি অনেক দিন ধরেই বাজার এলাকায় ঘোরাঘুরি করত। বাজারের দোকানিরা যা দিত তা-ই খেতেন। আর রাত হলে স্কুলের বারান্দায় ঘুমাত।’
স্থানীয় যুবক মো. আল আমিন জানান, আমরা প্রতিদিন বিকেলে স্কুলের মাঠে খেলা করতাম। একদিন তিনি আমাকে ডেকে কিছু কাগজ দিয়ে বলেন, ‘এখানে আমার মেয়ের নম্বর আছে। তাকে একটু ফোন দেন কথা বলব।’ আমি সেই নম্বরে ফোন দিয়ে তাঁর মেয়ের সঙ্গে কথা বলিয়ে দিই। সে সময় ধারণা করেছি, পরিবারের সঙ্গে তাঁর কোনো ঝামেলা চলছে। যে কারণে তিনি পরিবার ছেড়ে বাইরে থাকেন।’
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শনে করেছি। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাঁদের আসতে বলেছি। তাঁরা যদি না আসেন, তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দাফন করা হবে।’

ঝিনাইদহে ইলিয়াস পাটোয়ারী (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার তেঁতুলতলা এলাকার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইলিয়াস পাটোয়ারী চাঁদপুর জেলার কচুয়া থানার নূরপুর গ্রামের মৃত সিদ্দিক পাটোয়ারী ছেলে।
এ বিষয়ে স্কুলশিক্ষক সাইদুর রহমান বলেন, ‘লোকটা বেশ কয়েক মাস ধরে আমাদের স্কুলের আশপাশে ঘোরাঘুরি করত। কারও সঙ্গে তেমন একটা কথাবার্তা বলত না। আজ সকালে রক্তাক্ত অবস্থায় তাকে স্কুলের বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।’
স্থানীয় চা-দোকানি ওহাব আলী বলেন, ‘এই ব্যক্তি অনেক দিন ধরেই বাজার এলাকায় ঘোরাঘুরি করত। বাজারের দোকানিরা যা দিত তা-ই খেতেন। আর রাত হলে স্কুলের বারান্দায় ঘুমাত।’
স্থানীয় যুবক মো. আল আমিন জানান, আমরা প্রতিদিন বিকেলে স্কুলের মাঠে খেলা করতাম। একদিন তিনি আমাকে ডেকে কিছু কাগজ দিয়ে বলেন, ‘এখানে আমার মেয়ের নম্বর আছে। তাকে একটু ফোন দেন কথা বলব।’ আমি সেই নম্বরে ফোন দিয়ে তাঁর মেয়ের সঙ্গে কথা বলিয়ে দিই। সে সময় ধারণা করেছি, পরিবারের সঙ্গে তাঁর কোনো ঝামেলা চলছে। যে কারণে তিনি পরিবার ছেড়ে বাইরে থাকেন।’
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শনে করেছি। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাঁদের আসতে বলেছি। তাঁরা যদি না আসেন, তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দাফন করা হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে