ঝিনাইদহ প্রতিনিধি

এক কিশোরীকে উদ্ধারে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এসে যশোর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য হামলায় আহত হয়েছেন। তাঁরা বাল্যবিবাহের অভিযোগ পেয়ে ওই কিশোরীকে উদ্ধারে এসেছিলেন।
আজ সোমবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন যশোর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তাপস কুমার পাল, কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সম্প্রতি বাকুলিয়া গ্রামের ইমাদুলের ভায়রার ছেলে সুজন হোসেন যশোর থেকে এক কিশোরীকে নিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করেন। এ ঘটনায় মেয়েটির পরিবার যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। পরে আজ দুপুরের পর কালীগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য কিশোরীটিকে উদ্ধারে ওই গ্রামে যান।
ইমাদুলের বাড়িতে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন পুলিশের ওপর হামলা চালান। এ সময় তাঁরা পুলিশের কাছ থেকে ওই কিশোরীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্য ও মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ সদস্যদের মার ঠেকাতে গিয়ে কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আছাদুজ্জামান আসাদের স্ত্রী মোছাম্মদ মাছুরা খাতুন আহত হন বলে জানা গেছে।
আহত কনস্টেবল রাবেয়া খাতুন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করছিলাম। এ সময় ৬-৭ জন পুরুষ এসে ওই মেয়েকে ছেড়ে দিতে বলেন। হাত না ছাড়ায় আমাকে ও আমার সঙ্গে থাকা নারী কনস্টেবলকে মারধর শুরু করেন তাঁরা।’
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, ‘আপনি কালীগঞ্জ থানার ওসির সঙ্গে যোগাযোগ করেন। আমি কিছুই বলতে পারব না।’
কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যশোর কোতোয়ালি থানার পুলিশ আমাদের সহযোগিতায় বাকুলিয়া গ্রামে গিয়েছিল এক কিশোরীকে উদ্ধারে। এ সময় তাঁরা হামলার শিকার হন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আইনগত ব্যবস্থা যশোর থানা নেবে।’

এক কিশোরীকে উদ্ধারে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এসে যশোর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য হামলায় আহত হয়েছেন। তাঁরা বাল্যবিবাহের অভিযোগ পেয়ে ওই কিশোরীকে উদ্ধারে এসেছিলেন।
আজ সোমবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন যশোর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তাপস কুমার পাল, কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সম্প্রতি বাকুলিয়া গ্রামের ইমাদুলের ভায়রার ছেলে সুজন হোসেন যশোর থেকে এক কিশোরীকে নিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করেন। এ ঘটনায় মেয়েটির পরিবার যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। পরে আজ দুপুরের পর কালীগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য কিশোরীটিকে উদ্ধারে ওই গ্রামে যান।
ইমাদুলের বাড়িতে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন পুলিশের ওপর হামলা চালান। এ সময় তাঁরা পুলিশের কাছ থেকে ওই কিশোরীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্য ও মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ সদস্যদের মার ঠেকাতে গিয়ে কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আছাদুজ্জামান আসাদের স্ত্রী মোছাম্মদ মাছুরা খাতুন আহত হন বলে জানা গেছে।
আহত কনস্টেবল রাবেয়া খাতুন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করছিলাম। এ সময় ৬-৭ জন পুরুষ এসে ওই মেয়েকে ছেড়ে দিতে বলেন। হাত না ছাড়ায় আমাকে ও আমার সঙ্গে থাকা নারী কনস্টেবলকে মারধর শুরু করেন তাঁরা।’
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, ‘আপনি কালীগঞ্জ থানার ওসির সঙ্গে যোগাযোগ করেন। আমি কিছুই বলতে পারব না।’
কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যশোর কোতোয়ালি থানার পুলিশ আমাদের সহযোগিতায় বাকুলিয়া গ্রামে গিয়েছিল এক কিশোরীকে উদ্ধারে। এ সময় তাঁরা হামলার শিকার হন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আইনগত ব্যবস্থা যশোর থানা নেবে।’

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২ ঘণ্টা আগে