
কুষ্টিয়ার খোকসা উপজেলায় সাপের কামড়ে এক নববধূ ও তাঁর শাশুড়ির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় তাঁদের সাপে কামড় দেয়।
এ ঘটনায় মৃতরা হলেন উপজেলার জয়ন্তী হাজরা গ্রামের মামুদানীপুর গ্রামের হাবুল বাহারের স্ত্রী কামরুন্নাহার (১৮) ও তাঁর মা জয়নব বেগম (৪৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খান টিপু।
চেয়ারম্যান বলেন, রাতে নববধূর কোমরে ও শাশুড়ির হাতে কিছু একটা কামড় দেয়। সাপের কামড় সন্দেহে তাঁরা রাতভর কবিরাজ-ওঝাদের চিকিৎসা নেন। শারীরিক অবস্থার উন্নতি না হলে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পরে সেখানকার চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে নববধূ এবং পরে তাঁর শাশুড়ি মারা যান।
নিহতদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে মামুদানীপুর গ্রামের আব্দুস ছাত্তারের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে নববধূ কামরুন্নাহার তাঁর স্বামীকে কোমরে কিসে যেন কামড় দিয়েছে বলে জানান। এ সময় পাশের ঘর থেকে তাঁর শাশুড়ি জয়নব বেগমও তাঁর স্বামী আব্দুস ছাত্তারকে হাতে কিসে যেন কামড় দিয়েছে বলে জানান।
এরপর রাতেই শুরু হয় গ্রামের কবিরাজ ও ওঝাদের অপচিকিৎসা। একপর্যায়ে সকাল ৬টার দিকে তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ভর্তি করার কিছু সময় পর অসুস্থ নববধূ ও শাশুড়িকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আগে নববধূ ও পরে তাঁর শাশুড়ির মৃত্যু হয়। মাত্র ছয় মাস আগে মৃত জয়নব বেগমের ছোট ছেলে বাহারের সঙ্গে বিয়ে হয় কামরুন্নাহারের।
মৃত জয়নব বেগমের বড় ছেলে মুন্নাফ হোসেন জানান, রাতে প্রায় একই সময়ে তাঁর মা জয়নব ও ছোট ভাইয়ের স্ত্রী কামরুন্নাহারের হাতে ও কোমরে পোকায় কামড় দেওয়ার কথা বলে। ভোরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। পরে কুষ্টিয়ায় পাঠানো হলে সেখানে তাঁদের মৃত্যু হয়।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, রোগীদের মুমূর্ষু অবস্থায় ভোরে হাসপাতালে আনা হয়। পরে সেখান থেকে কুষ্টিয়ায় পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের বিষধর সাপে কেটেছে।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২০ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে