সুব্রত কুমার, কোটচাঁদপুর (ঝিনাইদহ)
ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মসজিদের নামে তোলা টাকার সিংহভাগই ছয়নয় করার অভিযোগ উঠেছে সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে। আগে মসজিদটিতে দলিলপ্রতি মাত্র ২০ টাকা দেওয়া হলেও বর্তমানে তা-ও দেওয়া হয় না। আর এসব বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন মসজিদের সাধারণ সম্পাদক দীন ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে সপ্তাহে দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) জমি রেজিস্ট্রি হয়। এই দিনগুলোতে দলিলপ্রতি কোটচাঁদপুর উপজেলা জামে মসজিদের নাম করে তোলা হয় ১০০ থেকে ৫০০ টাকা। তবে মসজিদে দেওয়া হতো মাত্র ২০ টাকা করে। আর বাকি টাকা ছয়নয় করার অভিযোগ রয়েছে সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে। ওই টাকা তোলেন অফিসের নকলনবিশ মিলন হোসেন। এদিকে বর্তমানে কোনো টাকাই মসজিদে দেওয়া হয় না বলে জানিয়েছেন মসজিদের ইমাম হাফেজ ইব্রাহিম খলিল।
উপজেলার বড় বামনদহ গ্রামের বাসিন্দা মারুফ হোসেন। জমি রেজিস্ট্রি করায় তাঁকে দিতে হয়েছে ১০০ টাকা। তিনি বলেন, ‘আমি একটা জমি রেজিস্ট্রি করতে গিয়েছিলাম। রেজিস্ট্রি শেষ হওয়ার পর সর্বশেষ দরজার পাশে টেবিলে থাকা মানুষটা আঙুলের টিপ নিলেন দলিলে। এরপর বললেন, ১০০ টাকা দেন। আমি জিজ্ঞেস করলাম, কিসের টাকা। তিনি বললেন মসজিদের জন্য। সে সময় আমি কোনো কথা না ভেবেই টাকাটা দিয়ে দিলাম। এখন দেখছি, ওই টাকা নিয়েও তাঁরা নয়ছয় করেন।’
জানতে চাইলে উপজেলা জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ খায়রুল বাশার বলেন, ‘আমি এ বিষয়ে রাজসাক্ষী। যে সময় মসজিদের দায়িত্বে ছিলাম, সে সময় বিষয়টি নিয়ে তৎকালীন ইউএনও স্যারকে জানিয়েছিলাম। এরপর তিনি ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু কয়েক দিন পর আবারও যাচ্ছেতাই হয়ে যায়।’
খায়রুল বাশার বলেন, তাঁরা মসজিদের জন্য শুধু ১০০ টাকা নয়, ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করেন। যার কাছ থেকে যেমন পারেন। সেখান থেকে দলিলপ্রতি মসজিদে দেন মাত্র ২০ টাকা।
এভাবে প্রতি মাসে মসজিদের জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা তোলা হলেও দেওয়া হয় মাত্র ২ থেকে ৩ হাজার টাকা।
মসজিদের বর্তমান ইমাম হাফেজ ইব্রাহিম খলিল বলেন, ‘আমি মসজিদে আসার পর দলিলপ্রতি ২০ টাকা দিতাম। তবে কয়েক মাস যাবৎ কোনো টাকাই দেই না। তবে জানতে পেরেছি, মসজিদের নাম করে সর্বনিম্ন ১০০ টাকা করে তোলা হয়। এ ছাড়া বেশি টাকাও তোলা হয়।’
তবে অভিযোগ মানতে নারাজ উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আব্দুল মালেক। তিনি বলেন, ‘১০০ টাকা করে নেওয়া হয় সত্য, তবে বেশির ভাগ টাকাই
দেওয়া হয় মসজিদে। আর ২০ টাকা মিলন হোসেনকে দেওয়া হয় টাকা তোলার জন্য।’
এ বিষয়ে জানতে চাইলে মসজিদের সাধারণ সম্পাদক ও মৎস্য কর্মকর্তা দীন ইসলাম বলেন, ‘মসজিদে একটা পরিমাণ টাকা সাবরেজিস্ট্রি অফিস থেকে দেওয়া হয়। তবে পরিমাণটা কত, সেটা আমার জানা নাই। আর এটা তো বেশ আগে থেকে তাঁরা মসজিদে দিয়ে থাকেন।’ তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
উপজেলা সাবরেজিস্ট্রার তামিম আহম্মেদ চৌধুরী আজকের পত্রিকা’কে বলেন, ‘গেল ৫ ফেব্রুয়ারির পর থেকে মসজিদ বাবদ পূর্বে যে টাকা সংগ্রহ করা হতো, তা বন্ধ করতে আমি নির্দেশ দিয়েছিলাম। যা এখনো বলবৎ রয়েছে। ফলে এক মাসের অধিক সময় মসজিদেও কোনো দান করা হয়নি। মসজিদের দান সংগ্রহের বিষয়টি আমি এই অফিসে যোগদানের আগে থেকে হয়ে আসছে। এই দান সংগ্রহ ও ম্যানেজমেন্টের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। পুরো বিষয়টি অফিসের সহকারী দেখভাল করেন। কোনো বিচ্যুতি পরিলক্ষিত হলে আমাকে জানাবেন। আমি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’
আরও খবর পড়ুন:
ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মসজিদের নামে তোলা টাকার সিংহভাগই ছয়নয় করার অভিযোগ উঠেছে সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে। আগে মসজিদটিতে দলিলপ্রতি মাত্র ২০ টাকা দেওয়া হলেও বর্তমানে তা-ও দেওয়া হয় না। আর এসব বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন মসজিদের সাধারণ সম্পাদক দীন ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে সপ্তাহে দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) জমি রেজিস্ট্রি হয়। এই দিনগুলোতে দলিলপ্রতি কোটচাঁদপুর উপজেলা জামে মসজিদের নাম করে তোলা হয় ১০০ থেকে ৫০০ টাকা। তবে মসজিদে দেওয়া হতো মাত্র ২০ টাকা করে। আর বাকি টাকা ছয়নয় করার অভিযোগ রয়েছে সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে। ওই টাকা তোলেন অফিসের নকলনবিশ মিলন হোসেন। এদিকে বর্তমানে কোনো টাকাই মসজিদে দেওয়া হয় না বলে জানিয়েছেন মসজিদের ইমাম হাফেজ ইব্রাহিম খলিল।
উপজেলার বড় বামনদহ গ্রামের বাসিন্দা মারুফ হোসেন। জমি রেজিস্ট্রি করায় তাঁকে দিতে হয়েছে ১০০ টাকা। তিনি বলেন, ‘আমি একটা জমি রেজিস্ট্রি করতে গিয়েছিলাম। রেজিস্ট্রি শেষ হওয়ার পর সর্বশেষ দরজার পাশে টেবিলে থাকা মানুষটা আঙুলের টিপ নিলেন দলিলে। এরপর বললেন, ১০০ টাকা দেন। আমি জিজ্ঞেস করলাম, কিসের টাকা। তিনি বললেন মসজিদের জন্য। সে সময় আমি কোনো কথা না ভেবেই টাকাটা দিয়ে দিলাম। এখন দেখছি, ওই টাকা নিয়েও তাঁরা নয়ছয় করেন।’
জানতে চাইলে উপজেলা জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ খায়রুল বাশার বলেন, ‘আমি এ বিষয়ে রাজসাক্ষী। যে সময় মসজিদের দায়িত্বে ছিলাম, সে সময় বিষয়টি নিয়ে তৎকালীন ইউএনও স্যারকে জানিয়েছিলাম। এরপর তিনি ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু কয়েক দিন পর আবারও যাচ্ছেতাই হয়ে যায়।’
খায়রুল বাশার বলেন, তাঁরা মসজিদের জন্য শুধু ১০০ টাকা নয়, ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করেন। যার কাছ থেকে যেমন পারেন। সেখান থেকে দলিলপ্রতি মসজিদে দেন মাত্র ২০ টাকা।
এভাবে প্রতি মাসে মসজিদের জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা তোলা হলেও দেওয়া হয় মাত্র ২ থেকে ৩ হাজার টাকা।
মসজিদের বর্তমান ইমাম হাফেজ ইব্রাহিম খলিল বলেন, ‘আমি মসজিদে আসার পর দলিলপ্রতি ২০ টাকা দিতাম। তবে কয়েক মাস যাবৎ কোনো টাকাই দেই না। তবে জানতে পেরেছি, মসজিদের নাম করে সর্বনিম্ন ১০০ টাকা করে তোলা হয়। এ ছাড়া বেশি টাকাও তোলা হয়।’
তবে অভিযোগ মানতে নারাজ উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আব্দুল মালেক। তিনি বলেন, ‘১০০ টাকা করে নেওয়া হয় সত্য, তবে বেশির ভাগ টাকাই
দেওয়া হয় মসজিদে। আর ২০ টাকা মিলন হোসেনকে দেওয়া হয় টাকা তোলার জন্য।’
এ বিষয়ে জানতে চাইলে মসজিদের সাধারণ সম্পাদক ও মৎস্য কর্মকর্তা দীন ইসলাম বলেন, ‘মসজিদে একটা পরিমাণ টাকা সাবরেজিস্ট্রি অফিস থেকে দেওয়া হয়। তবে পরিমাণটা কত, সেটা আমার জানা নাই। আর এটা তো বেশ আগে থেকে তাঁরা মসজিদে দিয়ে থাকেন।’ তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
উপজেলা সাবরেজিস্ট্রার তামিম আহম্মেদ চৌধুরী আজকের পত্রিকা’কে বলেন, ‘গেল ৫ ফেব্রুয়ারির পর থেকে মসজিদ বাবদ পূর্বে যে টাকা সংগ্রহ করা হতো, তা বন্ধ করতে আমি নির্দেশ দিয়েছিলাম। যা এখনো বলবৎ রয়েছে। ফলে এক মাসের অধিক সময় মসজিদেও কোনো দান করা হয়নি। মসজিদের দান সংগ্রহের বিষয়টি আমি এই অফিসে যোগদানের আগে থেকে হয়ে আসছে। এই দান সংগ্রহ ও ম্যানেজমেন্টের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। পুরো বিষয়টি অফিসের সহকারী দেখভাল করেন। কোনো বিচ্যুতি পরিলক্ষিত হলে আমাকে জানাবেন। আমি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’
আরও খবর পড়ুন:
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৩ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৩ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৩ ঘণ্টা আগে