কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

যেসব চেয়ারম্যান পদপ্রার্থীরা এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাঁদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে অথবা চুপচাপ ঘরে থাকতে বলেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক। ঝামেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।
আজ শনিবার সকালে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় ওই ‘জনপ্রতিনিধিদের’ উদ্দেশে এ হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক।
কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, যারা এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাঁরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। নইলে ঘরে চুপচাপ বসে থাকুন। এরা বা কেউ কারও পক্ষের হয়ে অযথা ঝামেলা করার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে জেলা ও উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া জেরিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহা. আ. ছালেক, কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার ও থানার অফিসার্স ইনচার্জ মুহা. মাহফুজুর রহমান মিয়া।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন পালের সঞ্চালনায় মতবিনিময় সভাতে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও পুরুষ সদস্য প্রার্থীরা বক্তব্য রাখেন।
আগামী ২৮ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ও কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

যেসব চেয়ারম্যান পদপ্রার্থীরা এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাঁদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে অথবা চুপচাপ ঘরে থাকতে বলেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক। ঝামেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।
আজ শনিবার সকালে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় ওই ‘জনপ্রতিনিধিদের’ উদ্দেশে এ হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক।
কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, যারা এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাঁরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। নইলে ঘরে চুপচাপ বসে থাকুন। এরা বা কেউ কারও পক্ষের হয়ে অযথা ঝামেলা করার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে জেলা ও উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া জেরিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহা. আ. ছালেক, কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার ও থানার অফিসার্স ইনচার্জ মুহা. মাহফুজুর রহমান মিয়া।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন পালের সঞ্চালনায় মতবিনিময় সভাতে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও পুরুষ সদস্য প্রার্থীরা বক্তব্য রাখেন।
আগামী ২৮ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ও কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে