গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাহারবাটী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে ৬২৫ ভাট পেয়ে নির্বাচিত হয়েছেন মহিবুল ইসলাম। প্রতিদ্বন্দ্বী মহাবুবুর রহমান ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৬০৮ ভোট।
এ ছাড়াও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সদস্য পদে আবুল বাসার মোরগ প্রতীক নিয়ে ৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান কাবেল ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৬ ভোট।
এ ছাড়াও এ নির্বাচনে শফিউল ইসলাম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৪ ভাট, হাফিজুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ ভাট।
অন্যদিকে ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে তোহিদুল ইসলাম তুহিন ক্রীকেট ব্যাট প্রতীক নিয়ে ৭২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাইদ ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫৬ ভোট। এ ছাড়াও আশাদুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯১ ভাট, রকিবুল ইসলাম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৩ ভাট ও মহিবুল ইসলাম মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ১১৫ ভাট।
উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এদিকে নির্বাচন এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন করা হয়।
সাহারাটী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম গত বছরের আগস্টে ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সাবান আলী গত বছরের অক্টোবর মাসে এবং ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস আলী চলতি বছরের জানুয়ারি মাসে মারা গেলে আসন তিনটি শূন্য হয়।

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাহারবাটী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে ৬২৫ ভাট পেয়ে নির্বাচিত হয়েছেন মহিবুল ইসলাম। প্রতিদ্বন্দ্বী মহাবুবুর রহমান ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৬০৮ ভোট।
এ ছাড়াও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সদস্য পদে আবুল বাসার মোরগ প্রতীক নিয়ে ৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান কাবেল ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৬ ভোট।
এ ছাড়াও এ নির্বাচনে শফিউল ইসলাম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৪ ভাট, হাফিজুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ ভাট।
অন্যদিকে ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে তোহিদুল ইসলাম তুহিন ক্রীকেট ব্যাট প্রতীক নিয়ে ৭২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাইদ ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫৬ ভোট। এ ছাড়াও আশাদুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯১ ভাট, রকিবুল ইসলাম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৩ ভাট ও মহিবুল ইসলাম মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ১১৫ ভাট।
উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এদিকে নির্বাচন এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন করা হয়।
সাহারাটী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম গত বছরের আগস্টে ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সাবান আলী গত বছরের অক্টোবর মাসে এবং ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস আলী চলতি বছরের জানুয়ারি মাসে মারা গেলে আসন তিনটি শূন্য হয়।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে