Ajker Patrika

কালিয়ায় নদীতে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
কালিয়ায় নদীতে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

নড়াইলের কালিয়ায় মধুমতি নদীতে ডুবে মার্জিয়া (৫) নামের এক শিশু নিখোঁজ হওয়ার একদিন পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার যোগানিয়া এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। 

গতকাল শনিবার বিকেলের দিকে কালিয়া উপজেলার যোগানিয়া বাজার সংলগ্ন খেয়াঘাটের পাশে মধুমতির পাড়ে খেলতে গিয়ে মার্জিয়া নদীতে পড়ে নিখোঁজ হয়। সে যোগানিয়া গ্রামের কাবুল শেখের মেয়ে। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের টিম লিডার শাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আজ সকালে কালিয়া ফায়ার সার্ভিস থেকে খবর দেওয়া হলে আমরা এসে উদ্ধারকাজ শুরু করি। প্রায় এক ঘণ্টা পরে নদীর অপর পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করি।’ 

স্থানীয় লোকজন জানান, গতকাল বিকেলের দিকে যোগানিয়া বাজার সংলগ্ন খেয়াঘাটের পাশে মধুমতি নদীর পাড়ে খেলতে গিয়ে শিশু মার্জিয়া নদীতে পড়ে যায়। তার স্বজনেরা খোঁজাখুঁজি করে তাকে পাইনি। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে আজ সকালে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নদীর অন্য তীরের কাছ থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জোটের সিদ্ধান্ত না মেনে ভোটে জামায়াত প্রার্থী, ক্ষুব্ধ এনসিপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত