
প্রতিদিন সকাল ছয়টা বাজতে না বাজতেই তাপমাত্রা বেড়ে দাঁড়াচ্ছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আর সূর্যের দাপট হচ্ছে প্রখর। গত কয়েক দিন ধরে তাপমাত্রা বাড়ার কারণে হাঁসফাঁস করছে যশোর জেলার মানুষ ও পশুপাখি।
আজ সোম ও গতকাল রোববারের পরিস্থিতি ছিল চরম অসহনীয়। প্রচণ্ড গরমে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। গরমের প্রভাবে ঈদবাজারেও তেমন লোকজন দেখা যাচ্ছে না। বিপণিবিতানগুলোতে মানুষের উপস্থিতি থাকছে তুলনামূলক কম। সেই সঙ্গে বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন যশোরবাসী। অতিরিক্ত গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী সংখ্যা বাড়ছে।
এ অবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা ঘরের বাইরে সাবধানতার সঙ্গে চলাচলের পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণের পরামর্শ দিচ্ছেন। অন্যথায় পানিশূন্যতা থেকে ডায়রিয়া-জন্ডিস হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি হিট স্ট্রোকেও আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলেও জানাচ্ছেন চিকিৎসকেরা।
আজ সোমবার ছিল চৌগাছার সাপ্তাহিক বাজারের (হাটবার) দিন। তাপমাত্রার বিরূপ পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম অস্বস্তিতে পড়েন। ঈদবাজারের বিপণিবিতানগুলোতেও নারী ও শিশু ক্রেতাদের হাসঁফাঁস করতে দেখা যায়। অন্যদিকে যশোর শহরের সরকারি-বেসরকারি অফিস-আদালতে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি থাকলেও প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। সড়কগুলো ছিল প্রায় ফাঁকা। রিকশা-ইজিবাইকে যাত্রী ছিল খুবই কম।
যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ২৭ এপ্রিল পর্যন্ত দিনের এবং রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অফিসের ৭২ ঘণ্টার পূর্বাভাস থেকে জানা যায়, দেশের কয়েকটি এলাকার সঙ্গে খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাবে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। বাড়তে পারে রাতের তাপমাত্রাও। গত কয়েক দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ছিল চৌগাছায়।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান সাংবাদিকদের জানান, প্রচণ্ড গরমে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। বিশেষ করে ডায়রিয়া, অ্যাজমা, জ্বর, শ্বাসকষ্ট, হৃদরোগসহ নানাবিধ সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। গরমে সুস্থ থাকতে বেশি পরিমাণে পানি পান করা এবং সাবধানে চলাচল করার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে