প্রতিনিধি, চুয়াডাঙ্গা

গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১৪৩ জনের শরীরে। জেলা স্বাস্থ্য বিভাগ চুয়াডাঙ্গায় ৪৬৬টি নমুনার পরীক্ষায় ১৪৩টি নমুনার ফলাফল পজিটিভ এসেছে।
জেলায় নতুন আক্রান্ত ১৪৩ জনের মধ্যে সদর উপজেলার ৪৬ জন, আলমডাঙ্গা উপজেলার ৩০ জন, দামুড়হুদা উপজেলার ২৯ জন ও জীবননগরের ৩৮ জন রয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩০.৬৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৪৯ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ৯২৭ জন, আলমডাঙ্গার ৭৬০ জন, দামুড়হুদায় ৯৭০ জন ও জীবননগরে ৮৮৫ জন।
এদিন জেলায় নতুন ১৩২ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ২ হাজার ৫৮২ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, গতকাল জেলায় করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও সদর হাসপাতালের ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া অন্য পাঁচজনের শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। করোনায় মৃত্যু হওয়া নতুন ছয়জনসহ জেলায় আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১২১ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ১৬ জনের।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১৬ হাজার ৭৫৮ টি, প্রাপ্ত ফলাফল ১৬ হাজার ৩০২ টি, পজিটিভ ৪ হাজার ৫৪৯ জন। জেলায় বর্তমানে ১ হাজার ৮৩০ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৭০৭ জন ও হাসপাতাল আইসোলেশনে ১২৩ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৩৭ জনের। এর মধ্যে জেলায় আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১২১ জনের। এ ছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ১৬ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।

গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১৪৩ জনের শরীরে। জেলা স্বাস্থ্য বিভাগ চুয়াডাঙ্গায় ৪৬৬টি নমুনার পরীক্ষায় ১৪৩টি নমুনার ফলাফল পজিটিভ এসেছে।
জেলায় নতুন আক্রান্ত ১৪৩ জনের মধ্যে সদর উপজেলার ৪৬ জন, আলমডাঙ্গা উপজেলার ৩০ জন, দামুড়হুদা উপজেলার ২৯ জন ও জীবননগরের ৩৮ জন রয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩০.৬৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৪৯ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ৯২৭ জন, আলমডাঙ্গার ৭৬০ জন, দামুড়হুদায় ৯৭০ জন ও জীবননগরে ৮৮৫ জন।
এদিন জেলায় নতুন ১৩২ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ২ হাজার ৫৮২ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, গতকাল জেলায় করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও সদর হাসপাতালের ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া অন্য পাঁচজনের শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। করোনায় মৃত্যু হওয়া নতুন ছয়জনসহ জেলায় আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১২১ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ১৬ জনের।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১৬ হাজার ৭৫৮ টি, প্রাপ্ত ফলাফল ১৬ হাজার ৩০২ টি, পজিটিভ ৪ হাজার ৫৪৯ জন। জেলায় বর্তমানে ১ হাজার ৮৩০ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৭০৭ জন ও হাসপাতাল আইসোলেশনে ১২৩ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৩৭ জনের। এর মধ্যে জেলায় আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১২১ জনের। এ ছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ১৬ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।

এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
১৩ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১ ঘণ্টা আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
১ ঘণ্টা আগে