কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে চুরির অভিযোগে এক যুবককে মারধর ও চুল কেটে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার তিন দিন পর আজ শনিবার (২০ এপ্রিল) ভুক্তভোগী নাঈম শেখ (২৪) নিজেই বাদী হয়ে ৮ জনকে আসামি করে মামলা করেছেন। মামলায় ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের এজাহার নামীয় আসামি করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন— উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের মৃত গফুর শেখের ছেলে মো. রেজমত শেখ (৪৫) এবং একই গ্রামের সিরাজ সর্দারের ছেলে মিরাজুল ইসলাম (৪০)।
নাঈম শেখ উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত মানিক শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
পুলিশ ও এলাকাকাসী সুত্রে জানা গেছে, ১৭ এপ্রিল রাত ১০টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের হোগলা বাজার থেকে একজন অজ্ঞাতনামা ব্যক্তি গোপকগ্রাম যাওয়ার কথা বলে নাঈমের ভ্যানটি ভাড়া নেন। পথে ওই ব্যক্তির সঙ্গে তাঁর আরও দুই সহযোগী যুক্ত হন। একপর্যায়ে জোরপূর্বক ভ্যান থামিয়ে ওই ব্যক্তিরা কলাভর্তি একটি সাদা বস্তার ভ্যানে তোলেন। এ সময় স্থানীয়রা ধাওয়া করে ভ্যানচালক নাঈমকে গ্রেপ্তার করে এবং মারধর করে চুল কেটে দেন। সে সময় জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. খোকন উপস্থিত ছিলেন। এ ছাড়া মারধর ও চুল কাটার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ১৮ এপ্রিল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
মামলার বাদী নাঈম শেখ জানান, তিনি একজন ভ্যানচালক। রাত হওয়ায় অতিরিক্ত ভাড়ার জন্য তিনি অজ্ঞাত ব্যক্তিদের ভ্যানে উঠিয়েছিলেন। কিন্তু এমন ঘটনা ঘটবে তা তিনি বুঝতে পারেন নি। তাঁর ভাষ্য, হাসপাতালে ভর্তি থাকায় থানায় মামলা করতে দেরি হয়েছে। তবে ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে শনিবার মামলা করেছেন।
জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. খোকন জানান, তিনি জনপ্রতিনিধি হিসেবে দাঁয়িত্ব পালন করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু উৎসুক জনতার চাপাচাপিতে পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারেন নি। সেজন্য অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তাঁর ভাষ্য, মানুষের উপকার করতে গিয়ে যদি বিপদে পড়তে হয়। তাহলে ভবিষ্যতে কেউ কারও আর উপকারে যাবেনা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, ‘দুজন আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

কুষ্টিয়ার কুমারখালীতে চুরির অভিযোগে এক যুবককে মারধর ও চুল কেটে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার তিন দিন পর আজ শনিবার (২০ এপ্রিল) ভুক্তভোগী নাঈম শেখ (২৪) নিজেই বাদী হয়ে ৮ জনকে আসামি করে মামলা করেছেন। মামলায় ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের এজাহার নামীয় আসামি করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন— উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের মৃত গফুর শেখের ছেলে মো. রেজমত শেখ (৪৫) এবং একই গ্রামের সিরাজ সর্দারের ছেলে মিরাজুল ইসলাম (৪০)।
নাঈম শেখ উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত মানিক শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
পুলিশ ও এলাকাকাসী সুত্রে জানা গেছে, ১৭ এপ্রিল রাত ১০টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের হোগলা বাজার থেকে একজন অজ্ঞাতনামা ব্যক্তি গোপকগ্রাম যাওয়ার কথা বলে নাঈমের ভ্যানটি ভাড়া নেন। পথে ওই ব্যক্তির সঙ্গে তাঁর আরও দুই সহযোগী যুক্ত হন। একপর্যায়ে জোরপূর্বক ভ্যান থামিয়ে ওই ব্যক্তিরা কলাভর্তি একটি সাদা বস্তার ভ্যানে তোলেন। এ সময় স্থানীয়রা ধাওয়া করে ভ্যানচালক নাঈমকে গ্রেপ্তার করে এবং মারধর করে চুল কেটে দেন। সে সময় জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. খোকন উপস্থিত ছিলেন। এ ছাড়া মারধর ও চুল কাটার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ১৮ এপ্রিল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
মামলার বাদী নাঈম শেখ জানান, তিনি একজন ভ্যানচালক। রাত হওয়ায় অতিরিক্ত ভাড়ার জন্য তিনি অজ্ঞাত ব্যক্তিদের ভ্যানে উঠিয়েছিলেন। কিন্তু এমন ঘটনা ঘটবে তা তিনি বুঝতে পারেন নি। তাঁর ভাষ্য, হাসপাতালে ভর্তি থাকায় থানায় মামলা করতে দেরি হয়েছে। তবে ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে শনিবার মামলা করেছেন।
জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. খোকন জানান, তিনি জনপ্রতিনিধি হিসেবে দাঁয়িত্ব পালন করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু উৎসুক জনতার চাপাচাপিতে পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারেন নি। সেজন্য অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তাঁর ভাষ্য, মানুষের উপকার করতে গিয়ে যদি বিপদে পড়তে হয়। তাহলে ভবিষ্যতে কেউ কারও আর উপকারে যাবেনা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, ‘দুজন আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৬ ঘণ্টা আগে