Ajker Patrika

কেশবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ০০
কেশবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

যশোরের কেশবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ফারুক হোসেন (৩৩) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যকুল গ্রামের বাসিন্দা ফারুক হোসেন স্কুলপড়ুয়া ছাত্রীর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে উত্ত্যক্ত করাসহ নানা কুরুচিপূর্ণ কথা বলে আসছিলেন। ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

পরে আজ বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ওই যুবককে আটক করে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁকে কেশবপুর থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ওই যুবককে যশোর জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ