Ajker Patrika

খুবিতে ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুবি প্রতিনিধি
খুবিতে ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে এ কর্মশালাটি দুপুর ২টায় শেষ হয়। 

কর্মশালায় রিপোর্টিংয়ের মৌলিক বিষয় ও নৈতিকতা বিষয়ে আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম। ফিচার লিখন বিষয়ে আলোচনা করেন একই ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ। 

এ ছাড়া ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ে আলোচনা করেন একই ডিসিপ্লিনের প্রভাষক মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড় এবং ব্রডকাস্ট রিপোর্টিং বিষয়ে আলোচনা করেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল (পপলু)। এ ছাড়া আরও আলোচনা করেন প্রথম আলোর খুলনা প্রতিনিধি শেখ আল-এহসান। 

সংগঠনটির সাধারণ সম্পাদক মীর হাসিবের সঞ্চালনায় এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন। কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি তেহসিন আশরাফ প্রত্যয়। 

কর্মশালায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং কুইজ বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় কর্মশালায় খুবিসাসের সদস্যরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত