Ajker Patrika

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের রজতজয়ন্তী উদযাপিত 

খুবি প্রতিনিধি
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের রজতজয়ন্তী উদযাপিত 

নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের রজতজয়ন্তী উদযাপিত হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন এবং ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘এগ্রোটেকনোলজি সিলভার জুবিলি-২০২৩’ নামে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়।

সকাল ৯টায় রজতজয়ন্তী উপলক্ষ্যে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। 

পরে তাঁর নেতৃত্বে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাইবৃন্দ অংশগ্রহণ করেন। 

এ রজতজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ক্যারিয়ার টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। এ সময় তিনি বলেন, ‘সমাজের পরিবর্তনের সঙ্গে আমাদের পরিবর্তন হতে হবে। বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদেরও সেভাবে তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে সকলের পারস্পারিক সহযোগিতায় তা অব্যাহত রাখতে হবে।’ 

উপাচার্য আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি কৃষিকেন্দ্রিক। যার কারণে করোনা মহামারীসহ বৈশ্বিক নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতি সঠিক অবস্থানে রয়েছে। কৃষির গবেষণা এবং গবেষণা ফলের কারণে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রেখেছে। এজন্য দেশের কৃষক সমাজ ও কৃষিবিদদের অবদান গুরুত্বপূর্ণ।’ 

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে স্মৃতিচারণ করেন ডিসিপ্লিনের শিক্ষক ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী। অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল স্পোর্টস, নতুন কমিটি গঠন, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড শো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত